[Expired] Flipkart Big Billion Day Sale 2016 Offer : থাকছে ৮০% পর্যন্ত ছাড় + এসবিআই কার্ডের উপর এক্সট্রা ১০% ছাড় + ১ টাকার প্রোডাক্টস

[Expired] Flipkart Big Billion Day Sale 2016 Offer : থাকছে ৮০% পর্যন্ত ছাড় + এসবিআই কার্ডের উপর এক্সট্রা ১০% ছাড় + ১ টাকার প্রোডাক্টস

২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফ্লিপকার্ট Big Billion Day সেল শুরু হচ্ছে। ফ্লিপকার্ট Big Billion Day সেল শুধুমাত্র App Only Deals, Best Deals, Big Billion Day Deals, Short time Deals Available থাকবে।



Flipkart প্রতি বছর Big Billion Day অফার দেই। এই বছরে ফ্লিপকার্ট ২ অক্টোবর থেকে ৬ ই অক্টোবর পর্যন্ত Big Billion Day অফার দিয়েছে। এই বছরেও ১ টাকায় ফ্লিপকার্টে জিনিসপএ কিনতে পারবেন। যদি আপনি অনলাইন শপিং করেন, তাহলে এই দিন আপনার জন্য খুবই ভাল। Electronics, appliance, men products, women products, baby এবং kids products, home furniture, books ইত্যাদি Big Billion Day এর দিনে কিনতে পারবেন।

আরো পড়ুন : Toshiba Hayabusa ১৬জিবি পেন ড্রাইভ কিনুন শুধুমাত্র ৯৯ টাকায়।

Flipkart Big Billion Day 2016 Offers

Flipkart Big Billion Day সেলের দিন স্টেট ব্যাংক ডেবিট এবং ক্রেডিট কার্ড এর উপর ১০% ডিসকাউন্ট পাবেন। ফ্লিপকার্ট big billion day সেলে অফারের সুবিধা কি:


  •  ফ্লিপকার্ট অ্যানড্রয়েড অ্যাপ থেকে জিনিসপত্র কিনলে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন।
  •  Men এবং Women প্রোডাক্টস এর উপরর ৮০% ডিসকাউন্ট থাকবে।
  •  ইলেকট্রনিক আইটেম এর উপর ৪০% ডিসকাউন্ট থাকবে।
  •  SBI ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড এর উপর ১০% ডিসকাউন্ট পাবেন।


Flipkar Big Billion Day সেল এর দিনে কিভাবে প্রোডাক্টস কিনবেন:

১. ফ্লিপকার্ট অ্যাকাউন্টে লগিন করুন।

২. Big billion সেলের একদিন আগে আপনার পছন্দের প্রোডাক্টস কে কার্টে (Cart) অ্যাড করুন।

৩. এখন শেলের সময় পর্যন্ত অপেক্ষা করুন।

৪. শেলের সময় যখন প্রোডাক্টস এর উপর ডিসকাউন্ট দেবে তখন তখন প্রোডাক্টস Buy করুন।

৫. এই রকম ভাবে আপনি খুব সহজেই ফ্লিপকার্ট big billion day শেলের ফাইদা নিতে পারবেন।

Flipkart Big Billion Day 2016 Time Table




Date PRODUCTS 

2ND OCTOBER 2016  Lifestyle, TVs and Appliances
 3RD OCTOBER 2016  Mobiles and Accessories
 4TH OCTOBER 2016:  Electronics
 5TH & 6TH OCTOBER 2016  সকল প্রোডাক্টস এর উপর ডিসকাউন্ট
আইডিয়াই এখন আঠারো টাকায় আনলিমিটেড ইন্টারনেট, কিভাবে অ্যাক্টিভ করবেন?

আইডিয়াই এখন আঠারো টাকায় আনলিমিটেড ইন্টারনেট, কিভাবে অ্যাক্টিভ করবেন?

রিলায়েন্স জিও 4G শুরু হওয়াই বর্তমানে সব কোম্পানি স্টক কমে গেছে, কারণ রিলায়েন্স জিও তাদের কাস্টমারদের বোহুত সস্তা রেটে ডেটা প্লান এর প্রোমিস করেছে, এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত জিও সকল সার্ভিস ফ্রিতে দিচ্ছে, কিন্তু ৩১ সে ডিসেম্বরের পরে খুব সস্তাই তাদের সার্ভিস দেবে, এই কারনে অন্য টেলিকম কোম্পানি ভোডাফোন, এয়ারটেল, আইডিয়াও তাদের ইন্টারনেট প্লানে কম করে দিয়েছে।

এর মধ্যে একটি প্ল্যান হচ্ছে ১৮ টাকায় আনলিমিটেড ইন্টারনেট, এটি আইডিয়া কাস্টমার দের জন্য দারুণ খবর কারন শুধুমাত্র ১৮ টাকায় আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে।



আইডিয়াতে ১৮ টাকায় আনলিমিটেড ইন্টারনেট কিভাবে অ্যাক্টিভ করবেন?

এটার জন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা, আপনি নিচে দেওয়া স্টেপ গুলো ফ্লো করুন -

১.প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল করুন ***800*18#

২. এখন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ডেটা প্যাক অ্যাক্টিভ এর সফল মেসেজ পাবেন.

৩. এখন আপনি আপনার আইডিয়া সিম থেকে ১ দিন আনলিমিটেড 2G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

শর্তাবলী :-**

১. এই অফার শুধুমাত্র আইডিয়া গ্রাহকদের জন্য।

২. এই প্ল্যান ব্যবহারকারী অ্যাক্টিভ করার পর শুধুমাত্র ১ দিনের জন্য আনলিমিটেড 2G এক্সেস করতে পারবে।
Paytm - ১০ টাকা ফ্রি Paytm ওয়ালেট ক্যাশ (নতুন ব্যবহারকারী দের জন্য)

Paytm - ১০ টাকা ফ্রি Paytm ওয়ালেট ক্যাশ (নতুন ব্যবহারকারী দের জন্য)

paytm নিয়ে এসেছে একটি নতুন অফার রেজিস্টার করুন নতুন একাউন্ট আর পান ১০ টাকা ফ্রি paytm ওয়ালেটে, আপনাকে paytm অ্যাপে রেজিস্টার করতে হবে এবং ADD MONEY অপশনে কুপন আ্যপ্লাই করতে হবে। আমি নিচে Sign up পদ্ধতি সেয়ার করছি শুধু স্টেপ ফোলো করুন।



কিভাবে Paytm থেকে ১০ টাকা ক্যাশব্যাক পাবেন?

১. প্রথমে প্লে স্টোর থেকে Paytm অ্যাপ ডাউনলোড করুন।

২. ইন্সটল করার পর ওপেন করুন।

৩. তারপর Sign up বাটানে ক্লিক করুন।

৪. এখন আপনার নাম্বার এবং ইমেইল ভেরিভাই করুন।

৫. এখন Paytm অ্যাপ ওপেন করুন এবং ক্লিক করুন Add Money অপশেনে, তারপর এমাউন্টে লিখুন 10 তারপর কুপন কোড এপ্লাই করুন FIRST অথবা GET10



বি:দ্র :- কুপন কোড: - FIRST শুধুমাত্র ডাইরেক্ট রিচার্জে বৈধ Add Money অপশেনে বৈধ নয়।

৬. এখন কুপন কোড এপ্লাই সফল হলে তারপর proceed to pay বাটানে ক্লিক করুন।

৭. এখন ১০ টাকা আপনার Paytm ওয়ালেটে যোগ হয়ে যাবে, যা আপনি আপনার পরবর্তী মোবাইল রিচার্জ ও বিল পেমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন।

Proof

[Expired] Ebay Loot - কিনুন Toshiba Hayabusa ১৬জিবি পেন ড্রাইভ শুধুমাত্র ৯৯ টাকায় [Proof Added]

[Expired] Ebay Loot - কিনুন Toshiba Hayabusa ১৬জিবি পেন ড্রাইভ শুধুমাত্র ৯৯ টাকায় [Proof Added]

Ebay আবার নিয়ে এসেছে একটি দারুন অফার। ৩৫০ টাকার পেন ড্রাইভ ৯৯ টাকায় শুধুমাত্র নতুন ব্যবহারকারী দের জন্য। এর আগেও Ebay Sandisk এর ১৬জিবি পেন ড্রাইভ ৭৯ টাকায় দিয়েছিল। তাই ৯৯ টাকার পেন ড্রাইভ পাবার জন্য Ebay সেল পেজে রেজিস্টার করুন।



কিভাবে রেজিস্টার করবেন ৯৯ টাকার তোশিবা পেন ড্রাইভ এর জন্য

১.প্রথমে Ebay অফার পেজে ভিসিত করুন।

২. তারপর, আপনার ইমেইল, মোবাইল নম্বর এবং পিন কোড এন্টার করুন।

৩. এখন সাবমিট বাটানে ক্লিক করুন।

৪. ২৮ সেপ্টেম্বরে আপনি কুপন কোড পাবেন আপনার মোবাইল নাম্বারে।

৫. এখন সেলের দিনে Ebay তে ভিসিত করুন।

৬. তারপর কুপন কোড এপ্লাই করে পেমেন্ট কমপ্লিট করুন।

Suggestion

আমি আপনাদের ব্যক্তিগতভাবে সুপারিশ দেব যে আপনারা আরো এবং আরো নাম্বার দিয়ে রেজিস্টার করুন কারন এর আগের বছর দিওয়ালিতে Ebay এই রকমি সেম অফার দিয়েছিল sandisk cruzer blade 16gb flash drive শুধুমাত্র ৭৯ টাকায়। আমি ৫-৬ নাম্বার দিয়ে রেজিস্টার করছিলাম এবং আমি তিনটে নাম্বারে কুপন পেয়েছিলাম আর এই রকম ভাবে আমি তিন খানা পেন ড্রাইভ অর্ডার করেছিলাম শুধুমাত্র ২৩৭ টাকায়।

তাই তাড়াতাড়ি! কেবলমাত্র সীমিত স্টক!

Terms & Conditions apply

Proof
অ্যানড্রয়েড N ফির্চাস কে লোলিপপ এবং মার্শম্যালোতে কিভাবে ব্যবহার করবেন

অ্যানড্রয়েড N ফির্চাস কে লোলিপপ এবং মার্শম্যালোতে কিভাবে ব্যবহার করবেন

আজ আমি আপনাদের বোলব কিভাবে অ্যানড্রয়েড N এর ফির্চাস কে ললিপপ এবং মার্শম্যালো মোবাইলে ব্যবহার করবেন। অ্যানড্রয়েড N কয়েক মাস আগে রিলিজ হয়েছে। অ্যানড্রয়েড N এখন কিছু ফোনেতে লঞ্চ করেছে।



যদি আপনার ফোনে ললিপপ অথবা মার্শম্যালো ভার্শনে রান করে তাহলে আপনিও অ্যানড্রয়েড N ব্যবহার করতে পারবেন।



Xposed Framework এর সাহায্যে আমরা অ্যান্ড্রয়েড N ভার্সনকে ব্যবহার করতে পারব। এই module কে ব্যবহার করে যে কেউ অ্যান্ড্রয়েড N ফির্চাস কে ব্যবহার করতে পারবে। যদি আপনি স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন যেমন Nexus এবং motorola তাহলে এই module খুব সহজেই কাজ করবে।

অ্যান্ড্রয়েড N এর ফির্চাস

■ অ্যান্ড্রয়েড N এর মতন টাস্ক বার।

■ Easter Egg সেটিং এ অ্যান্ড্রয়েড N এর লোগো চেজ্ঞ করতে পারবেন।

লিমিটেশন

■ মাল্টিটাস্কিং ব্যবহার করতে পারবেন না।

Requirements : অ্যান্ড্রয়েড N কে লোলিপপ এবং মার্শম্যালোতে ব্যবহার করার জন্য।

■ আপনার ডিভাইসে Xposed Framework ডাউনলোড করুন

» ANDROID LOLLIPOP 5.0 আর 5.1 তে XPOSED FRAMEWORK কিভাবে ইন্সটল করবেন (সম্পূর্ণ গাইড)

Android N-ify অ্যাপ

কিভাবে অ্যানড্রয়েড N OS কে ললিপপ এবং মার্শম্যালোতে ব্যবহার করবেন।

সবথেকে প্রথমে উপরের দেওয়া requirements গুলি আপনার অ্যানড্রয়েড ফোনে কমপ্লিট করুন।



‣ এখন Xposed অ্যাপ থেকে N-ify module কে অ্যাক্টিভ করুন।



‣ এখন আপনার ফোনটি restart করুন।

‣  এখন অ্যানড্রয়েড N-ify অ্যাপকে ওপেন করে সেটিং করুন।

স্ক্রিনশট :**





অ্যানড্রয়েড N এ এমনই কিছু ফির্চাস আছে যা আপনার অনেক ভালো লাগবে। এই পোস্ট অ্যানড্রয়েড ফোনে অ্যানড্রয়েড N কে কিভাবে ব্যবহার করবেন। আসা করি এই পোস্টটি আপনার ভাল লাগবে যদি এই পোস্ট আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে সেয়ার করুন।
[Reliance Jio Tariff Plan Leaked] ৫০ টাকায় পাবেন ১০জিবি 4G ডেটা আর ৫০০ মিনিট ভয়েস কল

[Reliance Jio Tariff Plan Leaked] ৫০ টাকায় পাবেন ১০জিবি 4G ডেটা আর ৫০০ মিনিট ভয়েস কল

বন্ধুরা আপনারা কি Reliance Jio SIM নিয়েছেন? যদি না নিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি রিলায়েন্স এর store থেকে রিলায়েন্স জিও সিম ফ্রিতে নিয়ে নিন, কারন আপনি যদি রিলায়েন্স জিও সিম এর Tariff প্লান এর ব্যাপারে শুনেন তাহলে আপনি বিশ্বাস করবেন না। রিলায়েন্স জিও সিম এখন সকল 4G স্মার্টফোনের জন্য ফ্রিতে পাওয়া যাচ্ছে আর সেটার সঙ্গে ৩ মাস আনলিমিটেড 4G ইন্টারনেট পাওয়া যাচ্ছে আর আনলিমিটেড voice কলিংও পাওয়া যাচ্ছে।


এটার পর আপনি ভাববেন যে রিলায়েন্স এর ডাটা প্যাক অনেক দাম হতে পারে এই জন্যই সিম ফ্রিতে দিচ্ছে। কিন্তু এসব কিছু নয় রিলায়েন্স জিও সিম এর ৩ মাস ডাটা প্যাক শেষ হবার পর আপনাকে সিম বদলানোর কোন দরকার হবে না কারণ রিলায়েন্স এর tariff প্লানের Licked ইনফরমেশনর খবরে রিলায়েন্স জিও সিম এর প্রথম Tariff প্লানে আপনি ৫০ টাকায় ১০জিবি 4G ইন্টারনেট ডেটা আর ৫০০ মিনিট ভয়েস কল করার জন্য তাও আবার ৩০ দিনের জন্য।


রিলায়েন্স জিও সিমের দ্বিতীয় Tariff প্লান যেটা ১০০ টাকার এটাই আপনি প্রথমের Tariff প্লান এর ডবল মিলবে ২০জিবি 4G ইন্টারনেট, ২০০ এসএমএস আর ১,০০০ মিনিট ভয়েস কল। আর এই রকমই রিলায়েন্স জিওর তৃতীয় প্লান যেটা ২০০ টাকার এটে আপনি ৪০জিবি 4G ইন্টারনেট ডেটা আর ৫০০ এসএমএস এবং ২৫০০ মিনিট ভয়েস কল পাবেন।


প্লান সোর্স 91mobiles.com
শেষ কথা

যদি আপনি কোন অন্য নেটওয়ার্কে 4G ইন্টারনেট ৩০ দিনের জন্য রির্চাজ করেন তাহলে আপনাকে ১জিবি 4G ইন্টারনেটের জন্য কমপক্ষে ২৫০ টাকা ত লাগবেই। রিলায়েন্স জিওর ডেটা প্লান মনে হয় ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে।