লাকি প্যাচার অ্যাপ এর সাহায্যে অ্যান্ড্রয়েড গেম হ্যাক কিভাবে করে

আজ আমি আপনাদের সাথে যে ট্রিক বলতে যাচ্ছি সেটি খুবই আকর্ষণীয়। আমরা সবাই আমাদের স্মাটফোনে মধ্যে গেম খেলি। গুগুল প্লে স্টোরে আপনি ফ্রিতে বোহুত সারি গেম খুজে পাবেন কিন্তু এই ফ্রি গেমেও কিছু প্রিমিয়াম জিনিস থাকে যেমন কোন লক লেভেল অথবা কিছু অতিরিক্ত গ্যাজেট। এর ফলে গেম খেলার মজা দুগুন বেরে যাই। কিন্তু এই প্রিমিয়াম জিনিস গুলি পাবার জন্য এগুলিকে কিনতে হয়। কিন্তু আজ আমি আপনাদের জন্য যেই ট্রিক সেয়ার করতে যাচ্ছি যা এই অ্যাপ থেকে আপনি এই প্রিমিয়াম পণ্য বিনামূল্যে পেতে পারেন। এবং যদি কোন গেমে গুগুল বিজ্ঞাপন সো করে তো আপনি সেটাও ব্লক করতে পারবেন। আর এই সব কাজ আপনি করতে পারবেন লাকি প্যাচার অ্যাপ এর সাহায্যে।

এখন লাকি প্যাচার অ্যাপ এর সম্পর্কে আলোচনা করি এটার আর কাজ কি এবং কিভাবে করতে হয়।

লাকি প্যাচার কি?

লাকি প্যাচার অ্যাপ এমনই একটি অ্যাপ্লিকশন যেটা দিয়ে আপনি আপনার ফোনকে বিনা রুটে যেকোন গেমের প্রিমিয়াম প্রোডাক্ট অথবা কয়েন কিনতে পারবেন বিনামূল্যে। লাকি প্যাচার অ্যাপের সাহায্যে আপনি যেকোন অ্যান্ড্রয়েড অ্যাপের Ads কে ব্লক করতে পারবেন।

লাকি প্যাচার অ্যাপ থেকে গেম হ্যাক কিভাবে করে?

আমি hill climb রেসিং গেমটি হ্যাক করে বলব। আপনি এই পদ্ধতিতে অনেক গেম হ্যাক করতে পারবেন।

স্টেপ ১. প্রথমে এখানে ক্লিক করে লাকি প্যাচার অ্যাপ ডাউনলোড করুন

স্টেপ ২. লাকি প্যাচার ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করুন এখন আপনার ফোনে সকল অ্যাপ দেখতে পাবেন। এখন আপনি যেই গেমটি হ্যাক করতে চান সেটাই ক্লিক করুন। যেমন এই tutorial জন্য আমি hill climb রেসিং গেমে ক্লিক করব।

স্টেপ ৩. তারপর কিছু অপসেন ওপেন হবে। ওখান থেকে আপনি ”Open Menu of Patches” তে ক্লিক করুন।

স্টেপ ৪. এখন ”Create Modified APK File” তে ক্লিক করুন।

স্টেপ ৫. এখন আপনাকে “APK rebuilt for InApp and LVL emulation” তে ক্লিক করতে হবে।

স্টেপ ৬. তারপর ”Rebuild The App” তে ক্লিক করুন।

স্টেপ ৭. Rebuild the app তে ক্লিক করার পর প্রসেসিং শুরু হবে। প্রসেস শেষ হবার পর যদি একটিও patch pattern সফল হয়ে যাই তো সেটার মানে গেম হ্যাক হয়ে গেছে। যদি একটাও patch pattern সফল না হয় তো সেটার মানে ওই গেমটি হ্যাক হবে না। এখন “Go to file” এ ক্লিক করুন।

স্টেপ ৮. এখন আপনার হ্যাক করা গেম তৈরি আছে। এখন এটাই ক্লিক করুন।

স্টেপ ৯. এখন কিছু অপসেন খুলবে ওখান থেকে “Uninstall and install” তে ক্লিক করুন।

স্টেপ ১০. এখন গেমটি আনইনস্টল করতে বলবে আপনি গেমটি আনইনস্টল করে ইনস্টল করুন।


এখন আপনার গেম তৈরি হয়ে গেছে। এখন গেমটি ওপেন করুন

স্টেপ ১১. এখন get coins তে ক্লিক করুন।

স্টেপ ১২. এখন আপনার যত কয়েন চাই সেটাই ক্লিক করুন।

স্টেপ ১৩. এখন লাকি প্যাচার অ্যাপে একটি অপসেন খুলবে। সেখানে yes করে ক্লিক করুন।

স্টেপ ১৪. এখন purchase complete এর একটি মেসেজ আসবে।


আজকে এই পর্যন্ত আর হে কেমন লাগল আপনার এই ট্রিক নিচে কমেন্টে করে নিশ্চই জানাবেন।

বি:দ্র: - লাকি প্যাচার অ্যাপ কিছু গেমে কাজ নাও হতে পারে কিন্তু এটাই কিছু জনপ্রিয় গেম যেমন temple run, istunt 2, subway surf, fast racing এর মত জনপ্রিয় গেমে কাজ করে।

SHARE THIS

Author:

Previous Post
Next Post
December 21, 2017 at 10:30 PM

Brother... u have a lot mistake on your post....

Reply
avatar