PNB ইন্টারনেট ব্যাংকিং netpnb.com তে কিভাবে এক্টিভ করে। এখন ইন্টারনেট ব্যাংকিং থেকে অনলাইন পেমেন্ট করা বোহুত সজা এবং সুবিধা হয়ে গেছে। আমরা ঘরে বসে যেকোন জাইগাই পেমেন্ট করতে পারি। ইন্টারনেট ব্যাংকিংকে আমরা অনলাইন ব্যাংকিংও বলি।
ইন্টারনেট ব্যাংকিং অথবা অনলাইন ব্যাংকিং থকে আমরা মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, সপিং ইত্যাদি পে করতে পারি।
ক্লায়েন্টদের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার এর জন্য আপনার ব্যাংক ব্রাঞ্চতে এপ্লাই করতে হয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেই। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে আমরা লগইন করে বিল পেমেন্ট করতে পারি।
কিন্তু আমরা ঘরে বসেই ইন্টারনেট ব্যাংকিং এর জন্য আবেদন করতে পারি। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস বলব যে কি করে PNB তে ইন্টারনেট ব্যাংকিং এক্টিভ করতে হয় ।
PNB তে ইন্টারনেট ব্যাংকিং এর জন্য রেজিস্টার কিভাবে করবেন?
স্টেপ ১. সবচেয়ে প্রথমে আপনি ইন্টারনেট ব্রাউজার থেকে https://www.netpnb.com ওপেন করুন। যদি আপনি মোবাইল ব্যবহার করেন ত রেজিস্টারের এর জন্য ক্রোম ব্রাউজার (Chrome Browser) ব্যবহার করুন।
স্টেপ ২. একটি ওয়েব পেজ ওপেন হবে সেখানে Retail User তে ক্লিক করুন।

স্টেপ ৩. পেজের নিচের ডান দিকে New User বলে একটি অপসেন আছে সেটায় ক্লিক করুন।

স্টেপ ৪. এখন আপনার একাউন্ট নাম্বার, জন্ম তারিখ অথবা পেন কার্ড নম্বর এন্টার করুন।

একাউন্ট নম্বর টাইপ করে, তারপর জন্ম তারিখ এন্টার করুন
স্টেপ ৫. সবকিছু বিবরন এন্টার করার পর ভেরিফাই তে ক্লিক করুন।
স্টেপ ৬. তারপর নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে ডেবিট কার্ড নম্বর আর এটিএম এর পাসওয়ার্ড টাইপ করতে হবে।
স্টেপ ৭. এখন আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP যাবে মানে One time Password সেটা ভেরিফাই করুন।
স্টেপ ৮. একটি নতুন পেজ আসবে সেখানে আপনার ইউজার আইডি দেবে। ইউজার আইডির ঠিক নিচে পাসওয়ার্ড টাইপ করুন, আবার পাসওয়ার্ড নিশ্চিত করুন। এখন Terms and Condition বক্সে টিক দিন।

স্টেপ ৯. Complete Registration এ ক্লিক করুন, এখন আপনার ইন্টারনেট ব্যাংকিং রেজিস্টার হয়ে গেছে।
স্টেপ ১০. লগিন করার জন্য হোম পেজে যেয়ে Retail User এ ক্লিক করে আপনার ইউজার আইডি টাইপ করে তারপর পাসওয়ার্ড টাইপ করুন।
শেষ কথা
আমি আপনাদের বললাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস কিভাবে স্টার্ট করতে হয়। উপরে স্টেপ এবং স্কিনশত দিয়েছি যেখানে আপনার pnb অনলাইন ব্যাংকিং এ রেজিস্টার করার জন্য কোন প্রবলেম হবে না। ইউজার নেম এবং পাসওয়ার্ড সবসময় মনে রাখবেন। কেননা বিনা ইউজার নেম আর পাসওয়ার্ডে আপনি লগিন করতে পারবেন না।
যদি আপনি ৫ বার এর বেশি ভুল পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে আপনার একাউন্ট ব্যাংক সীজ করে দেবে।
এই জন্য পাসওয়ার্ড এন্টার করার সময় সতর্ক থাকবেন। যদি আপনার কোন প্রবলেম হয় তো আপনি PNB কাস্টমার কেয়ারে কল করতে পারেন - ১৮০০ ১৮০ ২২২২ এটা টোলফ্রি নম্বর।
ইন্টারনেট ব্যাংকিং অথবা অনলাইন ব্যাংকিং থকে আমরা মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, সপিং ইত্যাদি পে করতে পারি।
ক্লায়েন্টদের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার এর জন্য আপনার ব্যাংক ব্রাঞ্চতে এপ্লাই করতে হয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেই। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এর মাধ্যমে আমরা লগইন করে বিল পেমেন্ট করতে পারি।
কিন্তু আমরা ঘরে বসেই ইন্টারনেট ব্যাংকিং এর জন্য আবেদন করতে পারি। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস বলব যে কি করে PNB তে ইন্টারনেট ব্যাংকিং এক্টিভ করতে হয় ।
PNB তে ইন্টারনেট ব্যাংকিং এর জন্য রেজিস্টার কিভাবে করবেন?
স্টেপ ১. সবচেয়ে প্রথমে আপনি ইন্টারনেট ব্রাউজার থেকে https://www.netpnb.com ওপেন করুন। যদি আপনি মোবাইল ব্যবহার করেন ত রেজিস্টারের এর জন্য ক্রোম ব্রাউজার (Chrome Browser) ব্যবহার করুন।
স্টেপ ২. একটি ওয়েব পেজ ওপেন হবে সেখানে Retail User তে ক্লিক করুন।

স্টেপ ৩. পেজের নিচের ডান দিকে New User বলে একটি অপসেন আছে সেটায় ক্লিক করুন।

স্টেপ ৪. এখন আপনার একাউন্ট নাম্বার, জন্ম তারিখ অথবা পেন কার্ড নম্বর এন্টার করুন।

একাউন্ট নম্বর টাইপ করে, তারপর জন্ম তারিখ এন্টার করুন
স্টেপ ৫. সবকিছু বিবরন এন্টার করার পর ভেরিফাই তে ক্লিক করুন।
স্টেপ ৬. তারপর নতুন পেজ ওপেন হবে সেখানে আপনাকে ডেবিট কার্ড নম্বর আর এটিএম এর পাসওয়ার্ড টাইপ করতে হবে।
স্টেপ ৭. এখন আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP যাবে মানে One time Password সেটা ভেরিফাই করুন।
স্টেপ ৮. একটি নতুন পেজ আসবে সেখানে আপনার ইউজার আইডি দেবে। ইউজার আইডির ঠিক নিচে পাসওয়ার্ড টাইপ করুন, আবার পাসওয়ার্ড নিশ্চিত করুন। এখন Terms and Condition বক্সে টিক দিন।

স্টেপ ৯. Complete Registration এ ক্লিক করুন, এখন আপনার ইন্টারনেট ব্যাংকিং রেজিস্টার হয়ে গেছে।
স্টেপ ১০. লগিন করার জন্য হোম পেজে যেয়ে Retail User এ ক্লিক করে আপনার ইউজার আইডি টাইপ করে তারপর পাসওয়ার্ড টাইপ করুন।
শেষ কথা
আমি আপনাদের বললাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস কিভাবে স্টার্ট করতে হয়। উপরে স্টেপ এবং স্কিনশত দিয়েছি যেখানে আপনার pnb অনলাইন ব্যাংকিং এ রেজিস্টার করার জন্য কোন প্রবলেম হবে না। ইউজার নেম এবং পাসওয়ার্ড সবসময় মনে রাখবেন। কেননা বিনা ইউজার নেম আর পাসওয়ার্ডে আপনি লগিন করতে পারবেন না।
যদি আপনি ৫ বার এর বেশি ভুল পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে আপনার একাউন্ট ব্যাংক সীজ করে দেবে।
এই জন্য পাসওয়ার্ড এন্টার করার সময় সতর্ক থাকবেন। যদি আপনার কোন প্রবলেম হয় তো আপনি PNB কাস্টমার কেয়ারে কল করতে পারেন - ১৮০০ ১৮০ ২২২২ এটা টোলফ্রি নম্বর।
আমার ন্যাশনাল ব্যাংক আমি টাকা দেকবো কি বাবে।
Reply