মেমোরি কার্ড ব্যবহার করে এন্ড্রয়েড মোবাইলের Ram কিভাবে বাড়াবেন (সম্পূন্ন গাইড)

আজ আমি আপনাদেরকে বোলব যে মেমোরি কার্ড ব্যবহার করে কিভাবে এন্ড্রয়েডে ফোনে এর RAM বাড়াবেন। এখন দুনিয়াই সবথেকে বেশি এন্ড্রয়েড মোবাইল এর ব্যবহার হচ্ছে। আজকাল এন্ড্রয়েড মোবাইলে কম RAM হবার জন্য অনেক প্রবলেম হয়, যেমন হ্যাংগিং প্রবলেম, বেশি সাইজ এর গেম খেলতে না পারা, আরো অনেক কিছু প্রবলেম। যদি আপনি আপনার এন্ড্রয়েড মোবাইল এর আসল মজা নিতে চান তাহলে RAM বাড়িয়ে দেখুন, আপনি সস্তা ফোনেও দামি ফোনের মতন বৈশিষ্ঠ উপভোগ করতে পারবেন। এন্ড্রয়েড মোবাইল সবচেয়ে প্রথমে ২০০৫ স্টার্ট হয়েছিল। আর এখন সবার কাছে এন্ড্রয়েড ফোন আছে। আর সবাই এটার মধ্যে গেম খেলা পছন্দ করে কিন্তু কিছু গেমের সাইজ অনেক বেশি হয় যেমন ASPHALT 8 এর সাইজ ১.৫ জিবি। Asphalt 8 সব মোবাইলে খেলা যাই না কারণ সব এন্ড্রয়েড ফোনের Ram ২ জিবি হয় না।



Roehsoft RAM expander কি

Roehsoft RAM expander একটি এন্ড্রয়েড অ্যাপ যেটার ব্যবহার করে আমরা মেমোরি কার্ড থেকে এন্ড্রয়েড ফোনের Ram বাড়াতে পারবেন। Ram বাড়ানোর জন্য এই অ্যাপ এখনও পর্যন্ত সবথেকে ভাল অ্যাপ্লিকেশান। কিন্তু একটি প্রবলেম আছে এই অ্যাপ্লিকেশান ব্যবহার করার জন্য আপনাকে এটা কিনতে হবে।

এই এপ্লিকেশনের সাহায্যে RAM বাড়াতে যা যা প্রয়োজন তা নিচে দেয়া হলো-

• এন্ড্রয়েড ফোন
• মেমোরি কার্ড (minimum Class 4)
• Memory Info & Swapfile Check

এন্ড্রয়েড মোবাইলের Ram বাড়ানো জন্য সবথেকে ভাল উপায় কি

এন্ড্রয়েড মোবাইলের Ram বাড়ানো জন্য অনেক ট্রিক আছে। কিন্তু সবচেয়ে পপুলার হচ্ছে Reohsoft RAM Expander আর সেকেন্ড হচ্ছে Swapper অ্যাপ। এই দুই উপায় ব্যবহার করার জন্য আপনার ফোন রুট হতে হবে।

ReohSoft RAM expander ব্যবহার করে Ram কিভাবে বাড়াবেন

২. Reohsoft ইন্সটল করুন, এখন রুট পারমিশনে গ্রান্ট (Grant) করুন।

৩. এখন একটি অপশন দেখতে পাবেন SwpFile এর এখন আপনার হিসাব মত সিলেক্ট করুন আপনি ৪ জিবি পর্যন্ত Ram বাড়াতে পারবেন।

৪. SwpFile সিলেক্ট করার পর আপনি সবচেয়ে উপরের দিকে Swap active এর অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

৫. এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি swap ফাইল Sd কার্ডে তৈরি করতে চান নাকি মেমোরি কার্ডে। মনে রাখাবেন যততা swap ফাইল সিলেক্ট করবেন তততা জাইগা swap ফাইল আপনার Sd কার্ড অথবা মেমোরি কার্ড থেকে কেটে নেবে।

৬. এবার আপনাকে swap active অপশনে ক্লিক করতে হবে তারপর swap ফাইল create হতে শুরু হবে।

৭. যখন swap ফাইল create হয়ে যাবে তখন আবার আপনাকে Swap Active এ ক্লিক করতে হবে তারপর যে swap file আপনি create করেছেন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে আর একদিক দিয়ে এখন আপনার ফোনে ভার্চুয়াল Ram এর মতন কাজ করবে। এখন আপনি আরামসে অধিক সাইজ গেমসস খেলতে পারবেন।

SHARE THIS

Author:

Previous Post
Next Post