Jio 4G সিমকে 3G স্মার্টফোনে কিভাবে ব্যবহার করবেন

বন্ধুরা আপনারা জানেন যে রিলায়েন্স 4G স্মার্টফোনের এর জন্য Reliance Jio লঞ্চ করেছে। এই সিম থেকে ফ্রি আনলিমিটেড 4G ইন্টারনেট, কলিং এবং এসএমএস হচ্ছে। কিন্তু এই সিম শুধুমাত্র 4G হ্যান্ডসেটেই কাজ করবে।




আজ আমি আপনাদের বোলব যে কিভাবে 3G এন্ড্রয়েড স্মার্টফোনে রিলায়েন্স জিও সিম ব্যবহার করবেন। এখন আপনি জিও সিমকে 3G এন্ড্রয়েড ডিভাইসে লাগিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।


রিলায়েন্স জিও 4G সিমকে 3G ফোনে চালানোর জন্য কি কি লাগবে?

অ্যাক্টিভ করা রিলায়েন্স এর জিও 4G সিম।

একটি 3G স্মার্টফোন সেটার প্রসেসর কিন্তু mediatek CHIPSET প্রসেসর হতে হবে।


প্রথমে আপনাকে একটি অ্যাক্টিভ করা রিলায়েন্স এর 4G সিম লাগবে আর একটি 3G স্মার্টফোন যেটা Lava, Micromax, Samsung যেকোন কোম্পানির হলেই হবে কিন্তু mediatek CHIPSET প্রসেসর হওয়া জরুরি।, বিনা mediatek CHIPSET প্রসেসরে আপনি কোন ফোনে রিলায়েন্স এর জিও 4G চালাতে পারবেন না।

3G স্মার্টফোনে রিলায়েন্স এর 4G জিও সিম কিভাবে চালাবেন?

স্টেপ ১ : সবথেকে প্রথমে আপনি আপনার ফোনে MTK Engineering Mode অ্যাপ ডাউনলোড করুন।

স্টেপ ২ : এখন MTK Engineering অ্যাপকে ওপেন করে MTK সেটিং অপশনে যেয়ে preffered network অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৩ : এখন আপনি অনেক Network Modes দেখতে পাবেন শুধু সিলেক্ট করুন 4G LTE/WCDMA/GSM

স্টেপ ৪ : এখন উপরের সব স্টেপ গুলি কমপ্লিট করার পর জিও সিমকে আপনার 3G ফোনে লাগান।

স্টেপ ৫ : কিছু সময়ের মধ্যে আপনি জিও নেটওয়ার্ক পাবেন,
Congratulations !!!! এখন আপনি আপনার জিও সিমকে আপনার 3G ফোনে ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

এখন আপনি আপনার 3G ফোনে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি কাউকে কল করতে পারবেন না। কারন জিও সিমে কল করার জন্য VOLTE সাপোর্ট ফোন চাই। বন্ধুরা 3G ফোনে জিও সিম সাপোর্ট করার জন্য এটাই সবথেকে সহজ পদ্ধতি।

SHARE THIS

Author:

Previous Post
Next Post
November 6, 2016 at 6:23 AM

আমার নাম সেখ হাসান micromax d320 mediatek CHIPSET প্রসেসর আছে কিন্তু জিও সিম ব্যবহার করতে পারছিনা দয়া করে জিও সিম কারার পদ্যাতি বলে দিন আর প্রবলেম কি বালতে পারবেন

Reply
avatar
November 24, 2016 at 10:14 PM

আপনি সব স্টেপস ভালোভাবে ফ্লো করুন দেখবেন হয়েযাবে। তাও যদি নাহয় তাহলে আপনি একবার আপনার ফোনেটি reset করুন।

Reply
avatar