এন্ড্রয়েড ফোনে এবার Whatsapp এর কল রেকর্ড করুন।

এন্ড্রয়েড ফোনে Whatsapp কল রেকর্ড করতে চান তাহলে আপনি ঠিক জাইগাই এসেছেন। ফ্রেন্ড, আত্মীয় সজন দের সজ্ঞে চ্যাট এর জন্য whatsapp ব্যবহার করা হয়। whatsapp কয়েক মাস আগে ভয়েস কল এর সুবিধা অ্যাড করেছে, যেখানে আমরা whatsapp থেকে whatsappp ভয়েস কল করতে পারি। প্রতিদিন ভয়েস কল এর রেট বাড়ছে এইজন্য স্মার্টফোন ব্যবহারকারীরা whatsapp থেকে ভয়েস কল করা বেশি পছন্দ করে। whatsapp কলিং ফ্রিতে হবার জন্য আমরা রিচার্জ থেকে নিরাপদে আছি। আপনাকে শুধু ইন্টারনেট ডেটা অথবা ওয়াইফাই এর প্রয়োজন। এই ট্রিক whatsapp এ কল রেকর্ড কিভাবে করতে হয়। আপনি কি জানেন whatsapp এ কল রেকর্ড করা যায়? হুম কল বিনা Hold করে whatsapp কল রেকর্ড করা যাই।

Whatsapp Call Recorder

Whatsapp অফিসিয়ালি ভাবে কোন কল রেকর্ড এর বৈশিষ্ট্য ঘোষনা করেনি, কিন্তু এন্ড্রয়েড ফোনে কিছুই অসম্ভব নয়। অনেকে গুগলে whatsapp কল রেকর্ড এর সমদ্ধে সার্চ করে। এন্ড্রয়েড ব্যবহারকারীরা এবার whatsapp কল রেকর্ড করতে পারবেন।

এন্ড্রয়েড ফোনে whatsapp কল রেকর্ড কিভাবে করবেন?

স্টেপ ১. প্রথমে এন্ড্রয়েড স্মার্টফোন থেকে whatsapp কল রেকর্ডার apk ডাউনলোড করে ইন্সটল করুন।

স্টেপ ২. অ্যাপ্লিকেশন ওপেন করুন, তারপর লাল বৃত্তাকার ডটে ক্লিক করুন। এটা আপনার whatsapp কল রেকর্ডিং স্টার্ট করবে।



স্টেপ ৩. স্কয়ার বাটনে ক্লিক করলে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে।

শেষ কথা

বন্ধুরা এই হল এন্ড্রয়েড মোবাইলে whatsapp কল রেকর্ড করার সবথেকে সহজ উপাই। যদি আপনি আপনার বন্ধুর সঙ্গে whatsapp এ কল করেন আর কলটি রেকর্ড করতে চাইলে উপরে দেওয়া পদ্ধতি ব্যবহার করুন।

SHARE THIS

Author:

Previous Post
Next Post