Jio 4G সিমকে 3G স্মার্টফোনে কিভাবে ব্যবহার করবেন

Jio 4G সিমকে 3G স্মার্টফোনে কিভাবে ব্যবহার করবেন

বন্ধুরা আপনারা জানেন যে রিলায়েন্স 4G স্মার্টফোনের এর জন্য Reliance Jio লঞ্চ করেছে। এই সিম থেকে ফ্রি আনলিমিটেড 4G ইন্টারনেট, কলিং এবং এসএমএস হচ্ছে। কিন্তু এই সিম শুধুমাত্র 4G হ্যান্ডসেটেই কাজ করবে।




আজ আমি আপনাদের বোলব যে কিভাবে 3G এন্ড্রয়েড স্মার্টফোনে রিলায়েন্স জিও সিম ব্যবহার করবেন। এখন আপনি জিও সিমকে 3G এন্ড্রয়েড ডিভাইসে লাগিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।


রিলায়েন্স জিও 4G সিমকে 3G ফোনে চালানোর জন্য কি কি লাগবে?

অ্যাক্টিভ করা রিলায়েন্স এর জিও 4G সিম।

একটি 3G স্মার্টফোন সেটার প্রসেসর কিন্তু mediatek CHIPSET প্রসেসর হতে হবে।


প্রথমে আপনাকে একটি অ্যাক্টিভ করা রিলায়েন্স এর 4G সিম লাগবে আর একটি 3G স্মার্টফোন যেটা Lava, Micromax, Samsung যেকোন কোম্পানির হলেই হবে কিন্তু mediatek CHIPSET প্রসেসর হওয়া জরুরি।, বিনা mediatek CHIPSET প্রসেসরে আপনি কোন ফোনে রিলায়েন্স এর জিও 4G চালাতে পারবেন না।

3G স্মার্টফোনে রিলায়েন্স এর 4G জিও সিম কিভাবে চালাবেন?

স্টেপ ১ : সবথেকে প্রথমে আপনি আপনার ফোনে MTK Engineering Mode অ্যাপ ডাউনলোড করুন।

স্টেপ ২ : এখন MTK Engineering অ্যাপকে ওপেন করে MTK সেটিং অপশনে যেয়ে preffered network অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৩ : এখন আপনি অনেক Network Modes দেখতে পাবেন শুধু সিলেক্ট করুন 4G LTE/WCDMA/GSM

স্টেপ ৪ : এখন উপরের সব স্টেপ গুলি কমপ্লিট করার পর জিও সিমকে আপনার 3G ফোনে লাগান।

স্টেপ ৫ : কিছু সময়ের মধ্যে আপনি জিও নেটওয়ার্ক পাবেন,
Congratulations !!!! এখন আপনি আপনার জিও সিমকে আপনার 3G ফোনে ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

এখন আপনি আপনার 3G ফোনে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি কাউকে কল করতে পারবেন না। কারন জিও সিমে কল করার জন্য VOLTE সাপোর্ট ফোন চাই। বন্ধুরা 3G ফোনে জিও সিম সাপোর্ট করার জন্য এটাই সবথেকে সহজ পদ্ধতি।
Android Lollipop 5.0 আর 5.1 তে Xposed Framework কিভাবে ইন্সটল করবেন (সম্পূর্ণ গাইড)

Android Lollipop 5.0 আর 5.1 তে Xposed Framework কিভাবে ইন্সটল করবেন (সম্পূর্ণ গাইড)

Kitkat ভার্সনে Xposed Framework কে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এন্ড্রয়েড এর Kitkat ভার্সনে সাধারণ ভাবেই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু Lollipop ভার্সন এবং Marshmallow তে Xposed framework ইন্সটল করা অনেক কঠিন।

Xposed Installer কি?


Xposed framework হচ্ছে একটি অ্যাপস, যেটি এন্ড্রয়েড ফোনে সিকিউরিটি পারমিশন কে এডিট করা, ব্যাটারি প্যানেলকে কাস্টমাইজড করা আরও অনেক কিছু Xposed framework থেকে করতে পারবেন। Xposed Framework তে অনেক কিছু module থাকে এটাই আপনি নোটিফিকেশন বার, imei changer এবং xprivacy অ্যাপ ব্যবহার করতে পারবেন।
এই ট্রিকটি শুধুমাত্র নতুন ভার্সন Lolipop ব্যবহারকারী দের জন্য।

Android 5.0 or 5.1 তে Xposed Framework কিভাবে ইন্সটল করবেন।

আমি আপনাদের নিচে একটি স্ক্রিনশট দিয়েছি, যদি আপনার Lolipop ফোনে xposed installer ইন্সটল করা থাকে আর ওটার framework কে প্রবলেম সো করে তাহলে নিচে দেওয়া স্টেপ ফ্লো করুন।



স্টেপ ১: প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনে Xposed Installer ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।

XDA Developer পেজ থেকে ZIP ফাইল ডাউনলোড করুন। আপনার হ্যান্ডসেটের জন্য supported ফাইল ডাউনলোড করুন।

Android 5.0 ব্যবহারকারী দের জন্য :

xposed-v75-sdk21-arm.zip (Normal devices)
xposed-v75-sdk21-arm64.zip (64-Bit, Next Gen Processors)
xposed-v75-sdk21-x86.zip (32-Bit, Intel Based processors)

Android 5.1 ব্যবহারকারী দের জন্য :

xposed-v75-sdk22-arm.zip (Most of the devices)
xposed-v75-sdk22-arm64.zip (64-Bit, Next Gen Processors)
xposed-v75-sdk22-x86.zip (32-Bit, Intel Based Processor)

Tip : আপনার ডিভাইসে কোন প্রসেসর সেটা জানবার জন্য hardware information অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন। এখন অ্যাপ্লিকেশানটি ওপেন করুন আপনি প্রসেসর ট্যাবে আপনার ডিভাইসের প্রসেসর পেয়ে যাবেন।



স্টেপ ৪ : এখন আপনার কাছে ফাইল এবং এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান দুটোই আছে।

স্টেপ ৫ : এখন আপনার ফোনটি Recovery Mode করুন। অনেক ফোনে Recovery mode যাবার জন্য Volume Up এবং Power বাটন একসাথে প্রেস করে হয়, আবার অনেক ফোনে Volume Down এবং power বাটান একসাথে প্রেস করে রিকভারি হয়। কিন্তু আমি আপনাদের TWRP অ্যাপ থেকে Recovery Mode যাবার জন্য suggestion দেব কারন TWRP recovery অনেক ফাস্ট এবং সোজা।

স্টেপ ৬ : Recovery Mode যাবার পর Apply Update From sDcard অপশন সিলেক্ট করুন।

বি:দ্র : Recovery mode তে zip ফাইল কে ইন্সটল করার জন্য, zip ফাইল কে sdcard সেভ করুন। কিন্তু কোন folder তে সেভ করবেন না। ফাইল sdcard এ প্রথম পেজে সেভ হতে হবে তবেই recovery mode ফাইল শো হবে।

স্টেপ ৭ : এখন আপনার ফোনের জন্য ডাউনলোড করা Zip ফাইলটি সিলেক্ট করুন আর ইন্সটল করুন।




স্টেপ ৮ : ২০ থেক ২৫ সেকেন্ডের মধ্যে Zip ফাইলটি আপনার ফোনে ইন্সটল হয়ে যাবে।

স্টেপ ৯ : Congratulations, এখন আপনার ফোনে Xposed Framework ইন্সটল হয়ে গেছে। এখন আপনি আপনার পছন্দের ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারবেন। যেমন Donkey Guard, Xprivacy ইত্যাদি।



বন্ধুরা এই টিউটোরিয়াল আমি নিজে ব্যবহার করেছি। উপরের পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই Xposed framework ইন্সটল করতে পারবেন। যদি এই পোস্ট আপনার পছন্দ হয় তাহলে অবশ্যয় শেয়ার করবেন।
Airtel Myjackpot Offer: এয়ারটেলে ৫জিবি ফ্রি 3G/4G ইন্টারনেট ডেটা সকল ব্যবহারকারী দের জন্য

Airtel Myjackpot Offer: এয়ারটেলে ৫জিবি ফ্রি 3G/4G ইন্টারনেট ডেটা সকল ব্যবহারকারী দের জন্য

হ্যালো বন্ধুরা, আপনারা কি Airtel Myjackpot offer এর ব্যাপারে জানেন? যদি না জানেন তাহলে এই পোস্টকে ঠিক করে পড়ুন কারন আপনার কাছে যদি এয়ারটেল এর সিম কার্ড থাকে তাহলে আপনি ৫জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট ডেটা পাবেন যেটা আপনি রাত্রি ১২ থেকে সকাল ৬ টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এটার ভ্যালিডিটি হচ্ছে ৩০ দিন পর্যন্ত তাহলে চলুন জানি Myjackpot অফার এর ব্যাপারে।



কিভাবে পাবেন এয়ারটেল ৫জিবি ফ্রি 3G ডেটা

বন্ধুরা আমি আপনাদের বোলব যে কিভাবে এয়ারটেল থেকে ৫জিবি 3G/4G ডেটা কিভাবে নেবেন। স্টেপ বাই স্টেপ বলতে যাচ্ছি। এয়ারটেল থেকে ৫জিবি ডেটা কিভাবে পাবেন।

১.প্রথমে প্লে স্টোর থেকে my airtel app ডাউনলোড করুন।

২. ডাউনলোড কারার পর ইন্সটল করুন।

৩. এখন ওখানে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে।

৪. এখন আপনি “myJackpot” অফারের বেনার দেখতে পাবেন ওখানে ক্লিক করুন।

৫. এখন আপনাকে নিচে দেওয়া স্টেপ পুরন করতে হবে।
1. Wynk music
2. Wynk movie
3. Wynk game
4. Refer and earn
5. Load money
6. Transfer money
7. Recharge & Earn

Wynk Music Offer:-

■ Wynk Music থেকে ১০ টা গান শুনলে ৫০০এমবি পাবে।

■ Wynk Music থেকে ডাউনলোড করুন যেকোন অ্যালবাম ক্লিক করুন ‘Download All’ বাটানে তাহলে পাবেন ২০০এমবি।


Wynk Movies Offee

■ প্লে করুন Shahid Kapoor এর মুভি Haider অথবা যেকোন মুভি Hooq channel থেকে তাহলে পাবেন ৫০০এমবি

■ desi boys অথবা eros now চ্যানেল থেকে যেকোন মুভি দেখলে ২০০এমবি পাবেন।

Wynk Games Offer

■Sultan: The Game অথবা Teen Patti গেম ডাউনলোড করলে ৫০০ এমবি ডেটা পাবেন।

■ ডাউনলোড করুন যেকোন তিনটি গেম যেটাই ৩০০০+ লাইক থাকবে তাহলে ২০০এমবি পাবেন

Refer and earn

■ রেফার করুন আপনার বন্ধুদের তাহলে আপনি ৫০০এমবি ডেটা পাবেন যদি আপনার বন্ধু myAirtel app ইন্সটল করে।


Load money offer

■ যদি আপনি Airtel money অ্যাপ থেকে ১০০ টাকা লোড নেন তাহলে আপনি ৫০০এমবি ডেটা পাবেন

Transfer money

■ যদি আপনি My Airtel অ্যাপ থেকে ১০০ টাকা ট্রান্সফার করেন তাহলে ৫০০এমবি ডেটা পাবেন।

Recharge & Earn Offer

■ My airtel অ্যাপ থেকে আপনার এয়ারটেল নাম্বারে রিচার্জ করলে ১জিবি ডেটা পাবেন।

■ যেকোন নাম্বারে রিচার্জ করলে ৫০০এমবি ডেটা পাবেন।

আপনি যখনি অফার সম্পূর্ণ করবেন আপনার নাম্বারে মেসেজ আসবে।



শেষ কথা

তাহলে বন্ধুরা উপরে দেওয়া স্টেপ গুলি পূরণ আর আপনি ৫জিবি ফ্রি ডেটা পেয়ে যাবেন। এটা খুবই সোজা স্টেপ আপনাকে শুধু এয়ারটেল অ্যাপ ইন্সটল করুন আর সব টাস্ক পূরণ করুন। এই রকম ভাবে আপনি এয়ারটেল থেকে ফ্রি ইন্টারনেট পেতে পারবেন তাও আবার ৫জিবি

বি:দ্র :- মনে রাখবেন এই ডেটা নাইট প্যাক মানে এটি ১২am- ৬am পর্যন্ত কাজ করবে। আর এটার ভ্যালিডিটি ২৮ দিনের।
Coolpad Mega 2.5D Smartphone Review [Bengali]

Coolpad Mega 2.5D Smartphone Review [Bengali]

Hi friends আজ আমি Coolpad Mega 2.5D স্মার্টফোনের রিভিউ করব যেটা এই সপ্তাহে লঞ্চ হয়েছে।



প্রথমে আমি বোলব Coolpad Mega 2.5D এর স্পেসিফিকেশন আর দেখব এই স্পেসিফিকেশন এর দামের হিসাবে কেমন। Coolpad Mega 2.5D দাম ভারতে ৬,৯৯৯

Coolpad Mega 2.5D Specification:

Processor:

Coolpad Mega 2.5D 1.0 GHz ,Quad Core, MediaTek MT6735P প্রসেসর দিয়েছে।

Operating System:

Coolpad Mega 2.5D তে এন্ড্রয়েড এর Marshmallow v6.0.0 অপারেটিং সিস্টেম দিয়েছে।

Display

Coolpad Mega 2.5D তে 5.5" ইঞ্চি, 720 IPS ডিসপ্লে দিয়েছে যা Xiaomi Redmi 3S এর ডিসপ্লে থেকে বড় আর Coolpad Mega 2.5D এর দামও একই।

Memory/Storage:

Coolpad Mega 2.5D তে আপনি পাবেন ৩জিবি র্যাম ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন আর এটাতে আপনি Micro SD কার্ড ৬৪জিবি পর্যন্ত লাগাতে পারবেন।

Camera

বন্ধুরা Coolpad Mega 2.5D তে আপনি ফ্রন্ট আর রেয়ার দুটোই ৮ এমপি ক্যামেরা পাবেন আর দুটো ক্যামেরাতেই autofocus দিয়েছে।

আরও পড়ুন:- Xiaomi Redmi 3S Review [Bengali]

শেষ কথা

যদি আপনি Coolpad Mega 2.5D কিনতে চান তাহলে আপনাকে Amezon.in এ যেয়ে রেজিস্টার করতে হবে কারন এই স্মার্টফোনটি আপনি ফ্ল্যাশ সেলে পাবেন।

কিন্তু, যদি আপনি ৬৯৯৯ টাকার মধ্যে আরও ভাল স্মার্টফোন নিতে চান তাহলে আপনি Redmi 3S নিতে পারেন অথবা আপনি Coolpad এর আর একটি স্মার্টফোন Coolpad Lite 3 নিতে পারেন কেননা coolpad lite 3 তে আপনি Finger Print Scanner পাবেন।

যদি আমরা Redmi 3s আর Coolpad Mega 2.5D এর বেসিক হার্ডওয়্যার এর কথা বলি তাহলে যেটাই Snapdragon 340 হার্ডওয়্যার আছে সেটা Mediatek 735 হার্ডওয়্যার এর চেয়ে অনেক ভাল, কিন্তু যদি ডিসপ্লের কথা বলি তাহলে Coolpad এ 5.5" ইঞ্চি ডিসপ্লে দিয়েছে আর Redmi 3S এ ডিসপ্লে 5" ইঞ্চি।

বন্ধুরা,যদি আমরা Coolpad Mega 2.5D আর Redmi 3S এর ক্যামেরা আর ব্যাটারি কথা বলি তাহলে Redmi 3S এর 4100 mAH এর ব্যাটারি দিয়েছে আর Coolpad Mega 2.5D তে 2500mAH এর ব্যাটারি দিয়েছে।

বন্ধুরা যদি আপনি একটি জেনারেল মাল্টিমিডিয়া স্মার্টফোন চান তাহলে Coolpad Mega 2.5D আপনার জন্য ঠিক আছে কারন এটাই মাল্টিমিডিয়ার সবকিছু ফির্চাস আছে যেমন মাল্টিমিডিয়া স্মার্টফোনে বড় ডিসপ্লে চাইলে তাহলে এটার ডিসপ্লে আপনি ৫.৫" ইঞ্চি পাচ্ছেন আর এটার ক্যামেরাও অনেক ভাল।

আপনি Coolpad Mega 2.5D তে কিছু যদি ভাল পান সেটা হচ্ছে RAM আর ফ্রন্ট ক্যামেরা বাস আর বাকিসব স্পেসিফিকেশন একই।
Xiaomi Redmi 3S Review [Bengali]

Xiaomi Redmi 3S Review [Bengali]

আপনারা নিশ্চয় জানেন যে চাইনীজ স্মার্টফোন কোম্পানি Xiaomi তাদের আর এক নতুন বাজেট স্মার্টফোন Redmi 3S ভারতে লঞ্চ করে দিয়েছে। আর এটি দুটি পাঠে লঞ্চ করেছে, প্রথম পাঠ ২ জিবি র্যাম আর ১৬জিবি স্টোরেজ এর দাম ৭০০০ টাকা, আর অন্যটি ৩জিবি র্যাম ৩২জিবি স্টোরেজ, fingerprint scanner এটির দাম ভারতে ৯০০০ টাকা।



Xiaomi Redmi 3S Specification:




বন্ধুরা সবথেকে প্রথমে আমি Redmi 3S স্মার্টফোন এর স্পেসিফিকেশন এর সমন্ধে বলি। যেখানে আমি ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারিরর সমন্ধে বোলব।

Display:

Xiaomi Redmi 3S এর ৫" ইঞ্চির IPS display এর রেজোলিউশান 720×1280 পিক্সেল।

Memory/storage:

আমি প্রথমে বলেছি যে Redmi 3S স্মার্টফোন দুটি পাঠে লঞ্চ করেছে। Redmi 3s ২জিবি র্যাম আর ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ আর অন্যটা Redmi 3S Prime ৩জিবি র্যাম আর ৩২জিবি স্টোরেজ। এর সাথে আপনি Hybrid card slot পাবেন।

Camera:

Xiaomi redmi 3S এর Rear camera 13MP Dual LED flash আর এটার ফ্রন্ট ক্যামেরা 5MP Autofocus

Processor & OS:

Xiaomi Redmi 3S এ 1.1 GHz ,Octa Core, Qualcomm, Snapdragon 430 Processor আর এটাই এন্ড্রয়েড 6.0 (Marshmallow) এর OS দিয়েছে।

Battery

Xiaomi redmi 3S তে বোহুত পাওয়ার ফুল ব্যাটারি দিয়েছে। যা এখনও পর্যন্ত এত কমদামে কোন স্মার্টফোনে দেইনি। Xiaomi Redmi 3S তে 4100 mAH li-on এর ব্যাটারি দিয়েছে।

General:

Xiaomi redmi 3S স্মার্টফোনে Dual SIM, 4G, 3G, wifi, Bluetooth আর 3.5mm এর audio jack দিয়েছে।

Fingerprint Detection

Compass Sensor

GPS Location

Geo-tagging

Farce detection

Reason to Buy Redmi 3S & 3S Prime:-

#১. যদি আপনার বাজেট ৭০০০ টাকা থেকে ৯০০০ টাকা মধ্যে হয় তাহলে এই ফোনটির ব্যাপারে ভাবতে পারেন।

#২. এই ফোনের হার্ডওয়্যার এই রেন্জ এ অনেক ভাল। এটাই আপনি Qualcomm Snapdragon 430 Octa-Core 1.4 ghz এর প্রসেসর পাচ্ছেন। আর Adreno 505 GPU দিচ্ছে যা গেমিং পারফরমেন্স এ বোম করে দেবে।

#৩. Redmi 3S এ 4100 mAh এর ব্যাটারি পাবেন যা সবথেকে বড় reason আর ফাস্ট চার্জয়িং সাপোর্ট করে।

#৪. ফোনের আকার এবং ডিজাইন একটি প্রিমিয়াম ফোনের মত। এই বাজেটে বাকি ফোনের লুক এর চেয়ে এটি খুবই ভাল।

#৫. Redmi 3S এর ক্যামেরা পারফরমেন্স দেখতে হবেনা। এটে আপনি 13MP আর 5MP ক্যামেরা দিচ্ছে। যা ফুল HD রেকর্ডিং সাপোর্ট করবে।

#৬. এতে LTE আর VoLTE সাপোর্ট
Reliance Jio 4G : আনলিমিটেড কিলিং এবং ইন্টারনেট এর জন্য কিভাবে পাবেন ফ্রিতে জিও 4G সিম

Reliance Jio 4G : আনলিমিটেড কিলিং এবং ইন্টারনেট এর জন্য কিভাবে পাবেন ফ্রিতে জিও 4G সিম

আজ অনেক দিনপর আমি আপনাদের জন্য একটি দারুন ট্রিক নিয়ে এসেছি। আপনি কি রিলায়েন্স জিও 4G সিম এর সমন্ধে শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি যে রিলায়েন্স জিও সিম লঞ্চ করেছে যেখানে আপনি আনলিমিটেড 4G ডেটা, আনলিমিটেড কিলিং এবং আনলিমিটেড মেসেজ কোন চার্জেস ছারাই ব্যবহার করতে পারবেন। কিন্তু এই অফার শুধুমাত্র তাদের জন্য যাদের কাছে LYF মোবাইল আছে। এটাই হচ্ছে এই সিমের সবথেকে বড় প্রবলেম। কিন্তু আজ আমি আপনাদের এমনই একটি ট্রিক বোলব যেখানে আপনি জিও সিম কে যেকোন 4G এন্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন।

রিলায়েন্স জিও স্যামসাঙ অফার

কিন্তু এখন এই রিলায়েন্স এর 4G JIO সিম নেবার জন্য আপনাকে কোন LYF এর ফোন লাগবে না। কেননা আপনি এই 4G সিমকে ফ্রিতে পেতে পারেন আর যদি আপনার কাছে স্যামসাঙ এর ফোন অথবা আইফোন থাকে তাহলে আপনি এই জিও সিম কে ব্যবহার করতে পারবেন। কারন রিলায়েন্স আর স্যামসাঙ দুজনা মিলে এই জিও সিম সার্ভিস কে প্রোমোট করছে।

JIO এর ফ্রি সিম স্যামসাঙ এর কোন কোন ফোনে সাপোর্ট করবে:-

JIO সিম স্যামসাঙ এর কিছু ফোনের জন্য ফ্রি দিচ্ছে। যদি আপনার কাছে এরমধ্যে যেকোন ফোন থাকে তাহলে আপনি সহজেই ফ্রিতে JIO সিম পেয়ে যাবেন।

■ Samsung Galaxy A5 (2015,16)

■ Samsung Galaxy A7(2015,16)

■ Samsung Galaxy A8

■ Samsung Galaxy Note 4, Note 5

■ Samsung Galaxy Note Edge

■ Samsung Galaxy S6

■ Samsung Galaxy S6 Series


ত উপরে দেওয়া ফোনের লিস্টের মধ্যে যদি আপনার কাছে যেকোন ফোন থাকে তাহলে আপনি রিলায়েন্স এর জিও সিম ফ্রিতে পাবেন।
তাহলে চলুন দেখনি কিভাবে আপনি এই রিলায়েন্স জিও সিমকে ফ্রিতে পাবেন

How to Get Reliance Jio Sim For Samsung/iPhone

স্টেপ ১. প্রথমে আপনার ফোনে Play Store থেকে “My Jio” অ্যাপ ইন্সটল করতে হবে।



স্টেপ ২. আপনি যখনি অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তখন আপনাকে "My Jio" ওপেন লেখা থাকবে। ওখানে ক্লিক করুন।



স্টেপ ৩. এরপর আপনাকে "Get Jio Sim" এ ক্লিক করতে হবে।



স্টেপ ৪. এখন আপনার কাছে Jio Preview offer এর details শো করবে। আর নিচের সাইডে আপনি একটি অপশন পাবেন। Agree and Get Jio Offer. আপনাকে এটাই ক্লিক করতে হবে।



স্টেপ ৫. এরপর আপনার এরিয়া চেক করবে। যদি অটোমেটিক চেক না হয় তাহলে আপনি ম্যানুয়ালি ফিল করতে পারবেন। যদি আপনার এরিয়াতে রিলায়েন্স ডিজিটাল এর শপ থাকে তাহলে আপনার জন্য এই অফার উপযুক্ত থাকবে।


স্টেপ ৬. এখন যখনই আপনি next এ ক্লিক করবেন তখন আপনাকে পাঁচটা স্টেপ দেখাবে। তারপর next এ ক্লিক করার পর একটি কুপোন কোড Generate হয়ে যাবে।



স্টেপ ৭. কুপন কোডের সাথে ID proof, Address Proof, Photo নিয়ে আপনি রিলায়েন্স ডিজিটাল অথবা ডিজিটাল এক্সপ্রেস অফিসে যেয়ে ডকুমেন্টস জমা দিন


স্টেপ ৮. তারপর আপনাকে ওখানে কিছু ফর্ম ফিল্ল করার পর রিলায়েন্স এর জিও সিম ফ্রিতে পেয়েযাবেন। আপনাকে কোন টাকা পে করতে হবে না।

স্টেপ ৯. এখন অন্য সিমে মতন যেমন ফোন করে ভেরিফাই করতে হয় ঠিক ওইরকম ভাবেই আপনাকে ভেরিফাই করতে হবে। ২৪ - ৪৮ ঘন্টা লাগতে পারে।

স্টেপ ১০. এখন আপনার জিও সিম অ্যাক্টিভ হবার পর আপনাকে “My Jio App” থেকে লগিন করে জিও অফার কে অ্যাক্টিভ করতে হবে।

কিভাবে যেকোন এন্ড্রয়েড ফোনে রিলায়েন্স জিও সিম ব্যবহার করবেন


কিন্তু আপনার কাছে Rooted 4G স্মার্টফোন থাকতে হবে। তারপর আপনাকে Xposed Installer আর IMEI change করার অ্যাপ্লিকেশান ইন্সটল করতে হবে। তারপর আপনারর হ্যান্ডসেটের IMEI কে LYF ফোনের IMEI নাম্বার থেকে রিপ্লেস করতে হবে।

রিলায়েন্স জিও সিমকে ব্যবহার করার জন্য যা যা লাগবে

♦রিলায়েন্স জিও সিম কার্ড
♦LYF মোবাইল এর IMEI নাম্বার
♦Rooted 4G স্মার্টফোন
♦Xposed এবং IMEI changer অ্যাপ


স্টেপ ১ : প্রথমে আপনার Rooted 4G ফোনে Xposed Installer app আর IMEI changer অ্যাপ্লিকেশান ইন্সটল করুন।

স্টেপ ২ :এখন Xposed Installer অ্যাপে যান আর Framework অ্যাক্টিভ করুন তারপর Modulus এ যেয়ে IMEI changer অ্যাপে টিক দিন।


স্টেপ ৩ : এখন IMEI changer অ্যাপ যান আর LYF mobile এর IMEI নাম্বার এন্টার করুন। তারপর Apply বাটনে ক্লিক করুন।

স্টেপ ৪ : LYF Flame এর IMEI নাম্বার এর সিরিজ হচ্ছে 911501450159XXX আপনি XXX এর জাইগাই যেকোন এলোমেলো নাম্বার ব্যবহার করুন।


স্টেপ ৫ : এখন এন্ড্রয়েড ডিভাইস কে সুইচ অফ করে রিলায়েন্স জিও সিম কে স্লট ১ এ লাগান। তারপর হ্যান্ডসেটটি সুইচ অন করুন।

স্টেপ ৬ : এখন আপনার জিও সিম অন্য এন্ড্রয়েড ফোনে স্টার্ট হয়ে গেছে। যদি এখনও পর্যন্ত নেটওয়ার্ক না আসে তাহলে Settings > More > Mobile Networks > Network Operators > Search Manually > Choose Reliance Jio সিলেক্ট করুন

স্টেপ ৭ : তারপর Settings > More > Mobile Networks > Access Point Names > Create New APN Settings > More > Mobile Networks > Access Point Names > Create New APN

স্টেপ ৮ : Name এ লিখুন Shopnloot APN এ লিখুন Jionet

স্টেপ ৯ : এখন ফোনের ডায়াল প্যাডে যেয়ে ##4636## ডায়াল করুন। তারপর LTE অপশন নির্বাচন করুন।

স্টেপ ১০ : এখন play store থেকে JioJoin অ্যাপ্লিকেশান ইন্সটল করুন আর আপনার জিও সিম থেকে কানেক্ট করুন।

আপনার রিলায়েন্স জিও সিম এখন অন্য এন্ড্রয়েড ফোনে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি উপরের পদ্ধতি ব্যবহার করে যেকোন 4G এন্ড্রয়েড ফোনে রিলায়েন্স জিও সিম ব্যবহার করতে পারবেন। আর আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।