Coolpad Mega 2.5D Smartphone Review [Bengali]

Hi friends আজ আমি Coolpad Mega 2.5D স্মার্টফোনের রিভিউ করব যেটা এই সপ্তাহে লঞ্চ হয়েছে।



প্রথমে আমি বোলব Coolpad Mega 2.5D এর স্পেসিফিকেশন আর দেখব এই স্পেসিফিকেশন এর দামের হিসাবে কেমন। Coolpad Mega 2.5D দাম ভারতে ৬,৯৯৯

Coolpad Mega 2.5D Specification:

Processor:

Coolpad Mega 2.5D 1.0 GHz ,Quad Core, MediaTek MT6735P প্রসেসর দিয়েছে।

Operating System:

Coolpad Mega 2.5D তে এন্ড্রয়েড এর Marshmallow v6.0.0 অপারেটিং সিস্টেম দিয়েছে।

Display

Coolpad Mega 2.5D তে 5.5" ইঞ্চি, 720 IPS ডিসপ্লে দিয়েছে যা Xiaomi Redmi 3S এর ডিসপ্লে থেকে বড় আর Coolpad Mega 2.5D এর দামও একই।

Memory/Storage:

Coolpad Mega 2.5D তে আপনি পাবেন ৩জিবি র্যাম ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন আর এটাতে আপনি Micro SD কার্ড ৬৪জিবি পর্যন্ত লাগাতে পারবেন।

Camera

বন্ধুরা Coolpad Mega 2.5D তে আপনি ফ্রন্ট আর রেয়ার দুটোই ৮ এমপি ক্যামেরা পাবেন আর দুটো ক্যামেরাতেই autofocus দিয়েছে।

আরও পড়ুন:- Xiaomi Redmi 3S Review [Bengali]

শেষ কথা

যদি আপনি Coolpad Mega 2.5D কিনতে চান তাহলে আপনাকে Amezon.in এ যেয়ে রেজিস্টার করতে হবে কারন এই স্মার্টফোনটি আপনি ফ্ল্যাশ সেলে পাবেন।

কিন্তু, যদি আপনি ৬৯৯৯ টাকার মধ্যে আরও ভাল স্মার্টফোন নিতে চান তাহলে আপনি Redmi 3S নিতে পারেন অথবা আপনি Coolpad এর আর একটি স্মার্টফোন Coolpad Lite 3 নিতে পারেন কেননা coolpad lite 3 তে আপনি Finger Print Scanner পাবেন।

যদি আমরা Redmi 3s আর Coolpad Mega 2.5D এর বেসিক হার্ডওয়্যার এর কথা বলি তাহলে যেটাই Snapdragon 340 হার্ডওয়্যার আছে সেটা Mediatek 735 হার্ডওয়্যার এর চেয়ে অনেক ভাল, কিন্তু যদি ডিসপ্লের কথা বলি তাহলে Coolpad এ 5.5" ইঞ্চি ডিসপ্লে দিয়েছে আর Redmi 3S এ ডিসপ্লে 5" ইঞ্চি।

বন্ধুরা,যদি আমরা Coolpad Mega 2.5D আর Redmi 3S এর ক্যামেরা আর ব্যাটারি কথা বলি তাহলে Redmi 3S এর 4100 mAH এর ব্যাটারি দিয়েছে আর Coolpad Mega 2.5D তে 2500mAH এর ব্যাটারি দিয়েছে।

বন্ধুরা যদি আপনি একটি জেনারেল মাল্টিমিডিয়া স্মার্টফোন চান তাহলে Coolpad Mega 2.5D আপনার জন্য ঠিক আছে কারন এটাই মাল্টিমিডিয়ার সবকিছু ফির্চাস আছে যেমন মাল্টিমিডিয়া স্মার্টফোনে বড় ডিসপ্লে চাইলে তাহলে এটার ডিসপ্লে আপনি ৫.৫" ইঞ্চি পাচ্ছেন আর এটার ক্যামেরাও অনেক ভাল।

আপনি Coolpad Mega 2.5D তে কিছু যদি ভাল পান সেটা হচ্ছে RAM আর ফ্রন্ট ক্যামেরা বাস আর বাকিসব স্পেসিফিকেশন একই।

SHARE THIS

Author:

Previous Post
Next Post