আপনারা নিশ্চয় জানেন যে চাইনীজ স্মার্টফোন কোম্পানি Xiaomi তাদের আর এক নতুন বাজেট স্মার্টফোন Redmi 3S ভারতে লঞ্চ করে দিয়েছে। আর এটি দুটি পাঠে লঞ্চ করেছে, প্রথম পাঠ ২ জিবি র্যাম আর ১৬জিবি স্টোরেজ এর দাম ৭০০০ টাকা, আর অন্যটি ৩জিবি র্যাম ৩২জিবি স্টোরেজ, fingerprint scanner এটির দাম ভারতে ৯০০০ টাকা।

Xiaomi Redmi 3S Specification:

বন্ধুরা সবথেকে প্রথমে আমি Redmi 3S স্মার্টফোন এর স্পেসিফিকেশন এর সমন্ধে বলি। যেখানে আমি ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারিরর সমন্ধে বোলব।
Display:
Xiaomi Redmi 3S এর ৫" ইঞ্চির IPS display এর রেজোলিউশান 720×1280 পিক্সেল।
Memory/storage:
আমি প্রথমে বলেছি যে Redmi 3S স্মার্টফোন দুটি পাঠে লঞ্চ করেছে। Redmi 3s ২জিবি র্যাম আর ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ আর অন্যটা Redmi 3S Prime ৩জিবি র্যাম আর ৩২জিবি স্টোরেজ। এর সাথে আপনি Hybrid card slot পাবেন।
Camera:
Xiaomi redmi 3S এর Rear camera 13MP Dual LED flash আর এটার ফ্রন্ট ক্যামেরা 5MP Autofocus
Processor & OS:
Xiaomi Redmi 3S এ 1.1 GHz ,Octa Core, Qualcomm, Snapdragon 430 Processor আর এটাই এন্ড্রয়েড 6.0 (Marshmallow) এর OS দিয়েছে।
Battery
Xiaomi redmi 3S তে বোহুত পাওয়ার ফুল ব্যাটারি দিয়েছে। যা এখনও পর্যন্ত এত কমদামে কোন স্মার্টফোনে দেইনি। Xiaomi Redmi 3S তে 4100 mAH li-on এর ব্যাটারি দিয়েছে।
General:
Xiaomi redmi 3S স্মার্টফোনে Dual SIM, 4G, 3G, wifi, Bluetooth আর 3.5mm এর audio jack দিয়েছে।
Fingerprint Detection
Compass Sensor
GPS Location
Geo-tagging
Farce detection
Reason to Buy Redmi 3S & 3S Prime:-
#১. যদি আপনার বাজেট ৭০০০ টাকা থেকে ৯০০০ টাকা মধ্যে হয় তাহলে এই ফোনটির ব্যাপারে ভাবতে পারেন।
#২. এই ফোনের হার্ডওয়্যার এই রেন্জ এ অনেক ভাল। এটাই আপনি Qualcomm Snapdragon 430 Octa-Core 1.4 ghz এর প্রসেসর পাচ্ছেন। আর Adreno 505 GPU দিচ্ছে যা গেমিং পারফরমেন্স এ বোম করে দেবে।
#৩. Redmi 3S এ 4100 mAh এর ব্যাটারি পাবেন যা সবথেকে বড় reason আর ফাস্ট চার্জয়িং সাপোর্ট করে।
#৪. ফোনের আকার এবং ডিজাইন একটি প্রিমিয়াম ফোনের মত। এই বাজেটে বাকি ফোনের লুক এর চেয়ে এটি খুবই ভাল।
#৫. Redmi 3S এর ক্যামেরা পারফরমেন্স দেখতে হবেনা। এটে আপনি 13MP আর 5MP ক্যামেরা দিচ্ছে। যা ফুল HD রেকর্ডিং সাপোর্ট করবে।
#৬. এতে LTE আর VoLTE সাপোর্ট

Xiaomi Redmi 3S Specification:


বন্ধুরা সবথেকে প্রথমে আমি Redmi 3S স্মার্টফোন এর স্পেসিফিকেশন এর সমন্ধে বলি। যেখানে আমি ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারিরর সমন্ধে বোলব।
Display:
Xiaomi Redmi 3S এর ৫" ইঞ্চির IPS display এর রেজোলিউশান 720×1280 পিক্সেল।
Memory/storage:
আমি প্রথমে বলেছি যে Redmi 3S স্মার্টফোন দুটি পাঠে লঞ্চ করেছে। Redmi 3s ২জিবি র্যাম আর ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ আর অন্যটা Redmi 3S Prime ৩জিবি র্যাম আর ৩২জিবি স্টোরেজ। এর সাথে আপনি Hybrid card slot পাবেন।
Camera:
Xiaomi redmi 3S এর Rear camera 13MP Dual LED flash আর এটার ফ্রন্ট ক্যামেরা 5MP Autofocus
Processor & OS:
Xiaomi Redmi 3S এ 1.1 GHz ,Octa Core, Qualcomm, Snapdragon 430 Processor আর এটাই এন্ড্রয়েড 6.0 (Marshmallow) এর OS দিয়েছে।
Battery
Xiaomi redmi 3S তে বোহুত পাওয়ার ফুল ব্যাটারি দিয়েছে। যা এখনও পর্যন্ত এত কমদামে কোন স্মার্টফোনে দেইনি। Xiaomi Redmi 3S তে 4100 mAH li-on এর ব্যাটারি দিয়েছে।
General:
Xiaomi redmi 3S স্মার্টফোনে Dual SIM, 4G, 3G, wifi, Bluetooth আর 3.5mm এর audio jack দিয়েছে।
Fingerprint Detection
Compass Sensor
GPS Location
Geo-tagging
Farce detection
Reason to Buy Redmi 3S & 3S Prime:-
#১. যদি আপনার বাজেট ৭০০০ টাকা থেকে ৯০০০ টাকা মধ্যে হয় তাহলে এই ফোনটির ব্যাপারে ভাবতে পারেন।
#২. এই ফোনের হার্ডওয়্যার এই রেন্জ এ অনেক ভাল। এটাই আপনি Qualcomm Snapdragon 430 Octa-Core 1.4 ghz এর প্রসেসর পাচ্ছেন। আর Adreno 505 GPU দিচ্ছে যা গেমিং পারফরমেন্স এ বোম করে দেবে।
#৩. Redmi 3S এ 4100 mAh এর ব্যাটারি পাবেন যা সবথেকে বড় reason আর ফাস্ট চার্জয়িং সাপোর্ট করে।
#৪. ফোনের আকার এবং ডিজাইন একটি প্রিমিয়াম ফোনের মত। এই বাজেটে বাকি ফোনের লুক এর চেয়ে এটি খুবই ভাল।
#৫. Redmi 3S এর ক্যামেরা পারফরমেন্স দেখতে হবেনা। এটে আপনি 13MP আর 5MP ক্যামেরা দিচ্ছে। যা ফুল HD রেকর্ডিং সাপোর্ট করবে।
#৬. এতে LTE আর VoLTE সাপোর্ট