Reliance Jio 4G : আনলিমিটেড কিলিং এবং ইন্টারনেট এর জন্য কিভাবে পাবেন ফ্রিতে জিও 4G সিম

আজ অনেক দিনপর আমি আপনাদের জন্য একটি দারুন ট্রিক নিয়ে এসেছি। আপনি কি রিলায়েন্স জিও 4G সিম এর সমন্ধে শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি যে রিলায়েন্স জিও সিম লঞ্চ করেছে যেখানে আপনি আনলিমিটেড 4G ডেটা, আনলিমিটেড কিলিং এবং আনলিমিটেড মেসেজ কোন চার্জেস ছারাই ব্যবহার করতে পারবেন। কিন্তু এই অফার শুধুমাত্র তাদের জন্য যাদের কাছে LYF মোবাইল আছে। এটাই হচ্ছে এই সিমের সবথেকে বড় প্রবলেম। কিন্তু আজ আমি আপনাদের এমনই একটি ট্রিক বোলব যেখানে আপনি জিও সিম কে যেকোন 4G এন্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন।

রিলায়েন্স জিও স্যামসাঙ অফার

কিন্তু এখন এই রিলায়েন্স এর 4G JIO সিম নেবার জন্য আপনাকে কোন LYF এর ফোন লাগবে না। কেননা আপনি এই 4G সিমকে ফ্রিতে পেতে পারেন আর যদি আপনার কাছে স্যামসাঙ এর ফোন অথবা আইফোন থাকে তাহলে আপনি এই জিও সিম কে ব্যবহার করতে পারবেন। কারন রিলায়েন্স আর স্যামসাঙ দুজনা মিলে এই জিও সিম সার্ভিস কে প্রোমোট করছে।

JIO এর ফ্রি সিম স্যামসাঙ এর কোন কোন ফোনে সাপোর্ট করবে:-

JIO সিম স্যামসাঙ এর কিছু ফোনের জন্য ফ্রি দিচ্ছে। যদি আপনার কাছে এরমধ্যে যেকোন ফোন থাকে তাহলে আপনি সহজেই ফ্রিতে JIO সিম পেয়ে যাবেন।

■ Samsung Galaxy A5 (2015,16)

■ Samsung Galaxy A7(2015,16)

■ Samsung Galaxy A8

■ Samsung Galaxy Note 4, Note 5

■ Samsung Galaxy Note Edge

■ Samsung Galaxy S6

■ Samsung Galaxy S6 Series


ত উপরে দেওয়া ফোনের লিস্টের মধ্যে যদি আপনার কাছে যেকোন ফোন থাকে তাহলে আপনি রিলায়েন্স এর জিও সিম ফ্রিতে পাবেন।
তাহলে চলুন দেখনি কিভাবে আপনি এই রিলায়েন্স জিও সিমকে ফ্রিতে পাবেন

How to Get Reliance Jio Sim For Samsung/iPhone

স্টেপ ১. প্রথমে আপনার ফোনে Play Store থেকে “My Jio” অ্যাপ ইন্সটল করতে হবে।



স্টেপ ২. আপনি যখনি অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তখন আপনাকে "My Jio" ওপেন লেখা থাকবে। ওখানে ক্লিক করুন।



স্টেপ ৩. এরপর আপনাকে "Get Jio Sim" এ ক্লিক করতে হবে।



স্টেপ ৪. এখন আপনার কাছে Jio Preview offer এর details শো করবে। আর নিচের সাইডে আপনি একটি অপশন পাবেন। Agree and Get Jio Offer. আপনাকে এটাই ক্লিক করতে হবে।



স্টেপ ৫. এরপর আপনার এরিয়া চেক করবে। যদি অটোমেটিক চেক না হয় তাহলে আপনি ম্যানুয়ালি ফিল করতে পারবেন। যদি আপনার এরিয়াতে রিলায়েন্স ডিজিটাল এর শপ থাকে তাহলে আপনার জন্য এই অফার উপযুক্ত থাকবে।


স্টেপ ৬. এখন যখনই আপনি next এ ক্লিক করবেন তখন আপনাকে পাঁচটা স্টেপ দেখাবে। তারপর next এ ক্লিক করার পর একটি কুপোন কোড Generate হয়ে যাবে।



স্টেপ ৭. কুপন কোডের সাথে ID proof, Address Proof, Photo নিয়ে আপনি রিলায়েন্স ডিজিটাল অথবা ডিজিটাল এক্সপ্রেস অফিসে যেয়ে ডকুমেন্টস জমা দিন


স্টেপ ৮. তারপর আপনাকে ওখানে কিছু ফর্ম ফিল্ল করার পর রিলায়েন্স এর জিও সিম ফ্রিতে পেয়েযাবেন। আপনাকে কোন টাকা পে করতে হবে না।

স্টেপ ৯. এখন অন্য সিমে মতন যেমন ফোন করে ভেরিফাই করতে হয় ঠিক ওইরকম ভাবেই আপনাকে ভেরিফাই করতে হবে। ২৪ - ৪৮ ঘন্টা লাগতে পারে।

স্টেপ ১০. এখন আপনার জিও সিম অ্যাক্টিভ হবার পর আপনাকে “My Jio App” থেকে লগিন করে জিও অফার কে অ্যাক্টিভ করতে হবে।

কিভাবে যেকোন এন্ড্রয়েড ফোনে রিলায়েন্স জিও সিম ব্যবহার করবেন


কিন্তু আপনার কাছে Rooted 4G স্মার্টফোন থাকতে হবে। তারপর আপনাকে Xposed Installer আর IMEI change করার অ্যাপ্লিকেশান ইন্সটল করতে হবে। তারপর আপনারর হ্যান্ডসেটের IMEI কে LYF ফোনের IMEI নাম্বার থেকে রিপ্লেস করতে হবে।

রিলায়েন্স জিও সিমকে ব্যবহার করার জন্য যা যা লাগবে

♦রিলায়েন্স জিও সিম কার্ড
♦LYF মোবাইল এর IMEI নাম্বার
♦Rooted 4G স্মার্টফোন
♦Xposed এবং IMEI changer অ্যাপ


স্টেপ ১ : প্রথমে আপনার Rooted 4G ফোনে Xposed Installer app আর IMEI changer অ্যাপ্লিকেশান ইন্সটল করুন।

স্টেপ ২ :এখন Xposed Installer অ্যাপে যান আর Framework অ্যাক্টিভ করুন তারপর Modulus এ যেয়ে IMEI changer অ্যাপে টিক দিন।


স্টেপ ৩ : এখন IMEI changer অ্যাপ যান আর LYF mobile এর IMEI নাম্বার এন্টার করুন। তারপর Apply বাটনে ক্লিক করুন।

স্টেপ ৪ : LYF Flame এর IMEI নাম্বার এর সিরিজ হচ্ছে 911501450159XXX আপনি XXX এর জাইগাই যেকোন এলোমেলো নাম্বার ব্যবহার করুন।


স্টেপ ৫ : এখন এন্ড্রয়েড ডিভাইস কে সুইচ অফ করে রিলায়েন্স জিও সিম কে স্লট ১ এ লাগান। তারপর হ্যান্ডসেটটি সুইচ অন করুন।

স্টেপ ৬ : এখন আপনার জিও সিম অন্য এন্ড্রয়েড ফোনে স্টার্ট হয়ে গেছে। যদি এখনও পর্যন্ত নেটওয়ার্ক না আসে তাহলে Settings > More > Mobile Networks > Network Operators > Search Manually > Choose Reliance Jio সিলেক্ট করুন

স্টেপ ৭ : তারপর Settings > More > Mobile Networks > Access Point Names > Create New APN Settings > More > Mobile Networks > Access Point Names > Create New APN

স্টেপ ৮ : Name এ লিখুন Shopnloot APN এ লিখুন Jionet

স্টেপ ৯ : এখন ফোনের ডায়াল প্যাডে যেয়ে ##4636## ডায়াল করুন। তারপর LTE অপশন নির্বাচন করুন।

স্টেপ ১০ : এখন play store থেকে JioJoin অ্যাপ্লিকেশান ইন্সটল করুন আর আপনার জিও সিম থেকে কানেক্ট করুন।

আপনার রিলায়েন্স জিও সিম এখন অন্য এন্ড্রয়েড ফোনে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি উপরের পদ্ধতি ব্যবহার করে যেকোন 4G এন্ড্রয়েড ফোনে রিলায়েন্স জিও সিম ব্যবহার করতে পারবেন। আর আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

SHARE THIS

Author:

Previous Post
Next Post