এটার পর আপনি ভাববেন যে রিলায়েন্স এর ডাটা প্যাক অনেক দাম হতে পারে এই জন্যই সিম ফ্রিতে দিচ্ছে। কিন্তু এসব কিছু নয় রিলায়েন্স জিও সিম এর ৩ মাস ডাটা প্যাক শেষ হবার পর আপনাকে সিম বদলানোর কোন দরকার হবে না কারণ রিলায়েন্স এর tariff প্লানের Licked ইনফরমেশনর খবরে রিলায়েন্স জিও সিম এর প্রথম Tariff প্লানে আপনি ৫০ টাকায় ১০জিবি 4G ইন্টারনেট ডেটা আর ৫০০ মিনিট ভয়েস কল করার জন্য তাও আবার ৩০ দিনের জন্য।
রিলায়েন্স জিও সিমের দ্বিতীয় Tariff প্লান যেটা ১০০ টাকার এটাই আপনি প্রথমের Tariff প্লান এর ডবল মিলবে ২০জিবি 4G ইন্টারনেট, ২০০ এসএমএস আর ১,০০০ মিনিট ভয়েস কল। আর এই রকমই রিলায়েন্স জিওর তৃতীয় প্লান যেটা ২০০ টাকার এটে আপনি ৪০জিবি 4G ইন্টারনেট ডেটা আর ৫০০ এসএমএস এবং ২৫০০ মিনিট ভয়েস কল পাবেন।

প্লান সোর্স 91mobiles.com
শেষ কথা
যদি আপনি কোন অন্য নেটওয়ার্কে 4G ইন্টারনেট ৩০ দিনের জন্য রির্চাজ করেন তাহলে আপনাকে ১জিবি 4G ইন্টারনেটের জন্য কমপক্ষে ২৫০ টাকা ত লাগবেই। রিলায়েন্স জিওর ডেটা প্লান মনে হয় ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে।
good plan by jio but voice calling is not unlimited
Reply