UC News  লুট ট্রিক Refer And Earn ৫০০০ হাজার টাকা [মহা লুট]

UC News লুট ট্রিক Refer And Earn ৫০০০ হাজার টাকা [মহা লুট]

UC news এর মহালুট অফার যেখানে আপনি ৫০০০হাজার টাকা খুব সহজেই eran করতে পারবেন। জি হা বন্ধুরা এটা কোন সপ্ন নয়। UC news হ্যাপি নিউ ইয়ার ২০১৭ অফার লঞ্চ করেছে যেখানে আপনি UC news refer and earn প্রোগ্রাম থেকে ৫০০০ টাকা কামাতে পারবেন। আর এই ৫০০০ হাজার টাকা আপনি সিধা ব্যাংক থেকে ওইথদ্দ্রাওয়াল করতে পারবেন। শুধু এটাই নয় যদি আপনি লাকি থাকেন তাহলে আপনি signup এর জন্য ২৫০০ টাকা পেতে পারেন। so এই অফার অবশ্যই Try করবেন।



  • প্রথমে আপনি ২এমবির UC news অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন।
  • এখন আপনার ভাষা নির্বাচন করুন।
  • এখন হোমপেজে উপরের মত একটি বেনার দেখতে পাবেন।
  • বেনারে ক্লিক করুন।
  • ১ মিনিট অপেক্ষা করুন এখন আপনার সামনে একটি উইন্ডো ওপেন হবে।
  • এখানে আপনাকে referral কোড এন্টার করতে হবে।
  • referral কোডে এই কোড এন্টার করুন 

2703440

বি:দ্র :- যদি আপনি এই referral কোড এন্টার না করেন তাহলে আপনি এই অফারে participate করতে পারবেন না। আর এই referral কোডকে এন্টার করার সবথেকে বড় বেনিফট এই যে আপনাকে ২০০০+ টাকা referral কোড এন্টার করার পর পাবেন।


  • আপনার refer আইডি নোট করুন আর আপনার বন্ধুদের সাথে Uc news রেফার করুন।
  • এখন আপনি Collectx1 এর উপর ক্লিক করুন।
  • That’s it. আপনার জয়েনিং বোনাস ২০০০+ টাকা পেয়ে যাবেন।
  • এখন যত বেশি uc news অ্যাপটি আপনার বন্ধুদের সাথে whatsapp, Facebook কে সেয়ার করুন।
  • প্রতি রেফারেলে আপনি ২০০ টাকা পাবেন।


শর্তাবলী


  1. অফার ১২ ডিসেম্বর ২০১৬ থেকে ১৬ই ডিসেম্বর ২০১৬ পর্যন্ত বৈধ।
  2. আপনার ওয়ালেটে ৫০০০ হাজার টাকা হতেই আপনি redeem করতে পারবেন।
  3. আপনি সিধা ব্যাংক থেকে redeem করতে পারবেন।
  4. আপনি আপনার ৫০০০ হাজার টাকা ৩১সে জানুয়ারি ২০১৭ আগে redeem করতে হবে।
  5. redeem করার সময় ব্যাংক এর বিবরণ সঠিক ভাবে এন্টার করবেন নাহলে Uc news এর কোন guarantee থাকবে না।



বন্ধুরা কেমন লাগল আপনার US news loot ট্রিক। কোন কিছু জানার জন্য কমেন্ট করুন।
Freecharge Loot – পান ১৩৫ টাকা ফ্রি মোবাইল রির্চাজ (নতুন ব্যবহারকারী দের জন্য)

Freecharge Loot – পান ১৩৫ টাকা ফ্রি মোবাইল রির্চাজ (নতুন ব্যবহারকারী দের জন্য)

অনলাইন রির্চাজ এবং বিল পেমেন্ট করার জন্য Freecharge ভারতের অন্যতম বেষ্ট অ্যাপ। তাই freecharge তাদের নতুন ব্যবহারকারী দের জন্য নিয়ে এসেছে একটি দারুন অফার যেখানে আপনি পাবেন ৭৫ টাকার বা তার উপরে মোবাইল রির্চাজে ৭৫ টাকা ক্যাশব্যাক পাবেন এবং আর একটি অন্য অফার ২০ টাকার রির্চাজে ২০ টাকা ক্যাশব্যাক। ত আর বেশি কথা না বাড়িয়ে তাহলে চলুন দেখেনি কিভাবে পাবেন ১৩৫ ফ্রি মোবাইল রির্চাজ।

Freecharge থেকে ১৩৫ টাকা ফ্রি মোবাইল রির্চাজ কিভাবে পাবেন:-



  • প্রথমে Freecharge অ্যাপ ডাউনলোড করুন।
  • ইন্সটল করার পর ওপেন করুন।
  • এখন নতুন একাউন্টের জন্য Sign up করুন।
  • এখন রির্চাজ করুন ৭৫ টাকা অথবা তার বেশি।
  • এখন প্রমো কোড এপ্লাই করুন :- DEC75
  • কুপন কোন এপ্লাই সফল হলে, তারপর পেমেন্ট কমপ্লিট করুন। তারপর আপনি ৭৫ টাকা ক্যাশব্যাক পেয়েযাবেন আপনার freecharge ওয়ালেটে।
  • এখন ২০ টাকা রির্চাজ করুন আবার প্রোমো কোড এপ্লাই করুন :- FC20
  • কোড এপ্লাই সফল হলে ২০ টাকা freecharge একাউন্ট থেকে পেমেন্ট করে দিন।
  • এখন আপনি ২০ টাকা ক্যাশব্যাক পাবেন। **এখন ৭ নম্বর স্টেপ দুবার ফ্লো করুন।
  • এখন আপনি ৭৫,২০,২০,২০ টাকা রির্চাজ পাবেন মোট = ১৩৭ টাকা।
  • এখনো পর্যন্ত আপনার freecharge ওয়ালেটে ৭৫ টাকা থাকবে। so এখন এটা হচ্ছে ভাউচার ব্যালেন্স এটা আপনি আপনার ব্যাংক একাউন্টে ট্রান্সফার করতে পারবেন না।
Reliance Jio Happy New Year Offer ৩১ সে মার্চ ২০১৭ তারিখ পর্যন্ত কি কি থাকছে দেখে নিন এখানে

Reliance Jio Happy New Year Offer ৩১ সে মার্চ ২০১৭ তারিখ পর্যন্ত কি কি থাকছে দেখে নিন এখানে

যবে থেকে reliance jio 4G নেটওয়ার্ক লঞ্চ হয়েছে আর এটার ৩১ সে ডিসেম্বর পর্যন্ত ফ্রি অফার এর ব্যপারে মানুষ যখন জানতে পারলেন তখন সিম নেবার জন্য Digital Store এ লম্বা লাইন লেগে গিয়েছিল। জিও অসার পর থেকে সকল মোবাইল নেটওয়ার্ক কোম্পানির বাজার ডাউন হয়ে গেছে। Reliance Jio preview offer শুধুমাত্র ৩১ সে ডিসেম্বর পর্যন্ত বৈধ ছিল। এরই মধ্যে Reliance Industry Limited's Chairman and Managing Director Mukesh Ambani Reliance Jio Happy New Year অফার এর announced করে দিয়েছে।



এখন রিলায়েন্স তাদের জিও ব্যবহারকারী দের জন্য প্রথমেই ফ্রি ডেটা আর কলিং দিচ্ছে আর এরই মধ্যে এখন Reliance Jio Happy New Year Offer announced করাই অনেকের মনে প্রশ্ন উঠেছে যে এতে জিও 4G ব্যবহারকারী দের জন্য কি কি প্লান থাকবে আর এটার সুবিধা কি? সকলের এই প্রশ্নের উওর চাই। তাহলে চলুন দেখেনি Reliance Jio Happy New Year Offer

আরও দেখুন : আনলিমিটেড কিলিং এবং ইন্টারনেট এর জন্য কিভাবে পাবেন ফ্রিতে জিও 4G সিম

Reliance Jio Happy New Year অফার কি?

Jio Preview Offer প্রথমে ৩১ সে ডিসেম্বর পর্যন্ত সব কিছু ফ্রিতে পাওয়া যাচ্ছিল কিন্তু এখন রিলায়েন্স জিও Happy New Year অফারে ৩১ সে মার্চ ২০১৭ পর্যন্ত ফ্রি আনলিমটেড ইন্টারনেট আর ফ্রি আনলিমিটেড voice কলিং এর সুবিধা পাওয়া যাবে। তাহলে এখন ত আপনি বুঝে গেছেন নিশ্চয় যে মুকেশ আম্বানি তাদের জিও কাস্টমার দের নতুন বছরের জন্য এই উপহার দিয়েছে যেটা জিওর আগের অফারের থেকে আলাদা।

আরও দেখুন : Jio 4G সিমকে 3G স্মার্টফোনে কিভাবে ব্যবহার করবেন।

রিলায়েন্স জিও Happy New Year অফারের বিস্তারিত নিচে দেখেনিন

১. এখন পর্যন্ত 4 জিবি 4G হাই স্পিড ইন্টারনেট পাওয়া যাচ্ছে, কিন্তু ৩১ সে ডিসেম্বরের পর ১ জানুয়ারি থেকে রিলায়েন্স জিও হ্যাপি নিউ ইয়ার অফার শুরু হয়ে যাবে। যেখানে সকল ব্যবহারকারীরা প্রতিদিন ১জিবি 4G হাই স্পিড ইন্টারনেট ডেটা পাবে। তারপর স্পিড কমে ১২৮কেবি হয়ে যাবে।

২. যদি আপনি 4 December 2016 পর নিউ রিলায়েন্স এর জিও সিম কার্ড কেনেন তাহলে আপনি ডাইরেক্ট রিলায়েন্স জিও হ্যাপি নিউ ইয়ার অফারের সজ্ঞে পাবেন। আর যদি আপনি আগে থেকেই জিও welcome অফারের প্লান ব্যবহার করেন তাহলে ৩১ সে ডিসেম্বরের পর আপনার প্লান অটোমেটিক জিও হ্যাপি নিউ ইয়ার অফার কনভার্ট হয়ে যাবে।

৩. আনলিমিটেড Voice Calling আর মেসেজের অফারে কোন চেজ্ঞ করেনি এটা লাইফ টাইম ফ্রি থাকবে। আপনি আগের মত জিওর নতুন অফারে ২৪ ঘন্টা ফ্রি STD/Local কলের মজা নিতে পারবেন।


রিলায়েন্স জিও হ্যাপি নিউ ইয়ার অফার 4G Supported মোবাইল ফোনের জন্য কিন্তু সবার কাছে 4G LTE স্মার্টফোন নাই। যদি আপনার কাছে পুরনো 3G এন্ড্রয়েড স্মার্টফোন থাকে তাহলে আপনি রিলায়েন্স জিওর সিম ব্যবহার করতে পারবেন। এটা জানার জন্য আমাদের রিলায়েন্স জিওর 4G অন্য পোস্ট পড়ুন।
Snapdeal Unbox Cash Free Sale ৫ - ৬ ডিসেম্বর ২০১৬ ৭০% পর্যন্ত ছাড় + ১০%  SBI Bank কার্ডের উপর ডিসকাউন্ট

Snapdeal Unbox Cash Free Sale ৫ - ৬ ডিসেম্বর ২০১৬ ৭০% পর্যন্ত ছাড় + ১০% SBI Bank কার্ডের উপর ডিসকাউন্ট

৫০০ এবং ১০০০ টাকার নোট বন্ধ হবার পর snapdeal নিয়ে এসেছে unbox cash free সেল অফার। যেখানে আপনারা Snapdeal থেকে cash ফ্রি প্রোডাক্ট কিনতে পারবেন। snapdeal unbox great offers সেলে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। আর যদি আপনার কাছে SBI ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থাকে তাহলে ১০% তাত্ক্ষণিক ডিসকাউন্ট পাবেন। snapdeal unbox cash ফ্রি সেল ৫ই ডিসেম্বর থেকে ৬ই ডিসেম্বর পর্যন্ত হবে।



snapdeal ৫ - ৬ ডিসেম্বর পর্যন্ত Hourly deals দেবে। যেখানে প্রতি ঘন্টাই কিছু special প্রোডাক্ট এর উপর বিগ ডিসকাউন্ট পাবেন। যেমন snapdeal electronic & mobile (upto 50% off), Home & living product (upto 70% Off), Daily Needs Daily Needs (Up to 50% off), Men’s Fashion (Up to 70% off), Women’s Fashion (Up to 70% off) থাকবে।

Snapdeal Unbox cash free অফারে ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করবে। যেমন xiaomi, samsung, bose, dell, philips, JBL, micromax, prestige, voltas, bosch, gillette, maggi, mufti, wills lifestyle, sparx etc.

snapdeal unbox cash ফ্রি সেল থেকে প্রোডাক্টস কিভাবে কিনবেন।

snapdeal unboc cash free সেলে প্রোডাক্টস ২ রকম ভাবে কিনতে পারবেন। প্রথমত snapdeal ওয়েবসাইটে যেয়ে আর দ্বিতীয়ত snapdeal অ্যাপ থেকে। এই দুটি পদ্ধতি থেকে snapdeal প্রোডাক্টস কিনার স্টেপস জানুন।

snapdeal অ্যাপ থেকে প্রোডাক্টস কিভাবে কিনবেন


  • প্রথমে ডাউনলোড করুন snapdeal app
  • যেই প্রোডাক্ট আপনি কিনতে চান সেটি সার্চ করুন।
  • এখন ক্লিক করুন “Buy Now” বাটানে আর cart এ add করুন।
  • এখন আপনার শিপিং এড্রেস আপডেট করুন।
  • এখন আপনার শিপিং এড্রেস আপডেট করুন।
  • তারপর পেমেন্ট মোড নির্বাচন করে পরিমাণ এমাউন্ট পে করুন।


List of Top Categories Snapdeal Unbox Cash Free Sale

1. Mobile Phones
2. Tablets
3. Power Banks
4. Laptops
5. Pendrives
6. Air Conditioner
7. Personal Care Appliances
8. Home Appliances
9. Kitchen Appliances
10. Men’s Clothing
11. Men’s Footwear
12. Men’s Watches
13. Men’s Fragrances
14. Women’s Ethnic Wear
15. Women’s Western Wear
16. Lingerie & Sleepwear
17. Women’s Footwear
18. Women’s Watches
19. Handbags & Clutches
20. Women’s Eyewear
21. Women’s Fragrances
22. Fashion Jewellary

শীর্ষ জনপ্রিয় স্মার্টফোন মোবাইল ডিসকাউন্ট লিস্ট


  • Xiaomi Redmi note 3 (32 জিবি) শুধুমাত্র ১১,৯৯৯ টাকা + ১০% SBI ডিসকাউন্ট।
  • Yu Yunicorn (32জিবি) ১১,৯৮৯ টাকায় + ১০% SBI Bank ডেবিট/ক্রেডিট কার্ড ডিসকাউন্ট।
  • HTC Desire 628 (3জিবি , 32 জিবি, Sunset blue) ১৩,৫০০ টাকা + ১০% SBI Bank ডেবিট/ক্রেডিট কার্ড ডিসকাউন্ট।
  • Moto G Turbo Edition (16জিবি) ৯,৯৯৯ টাকা + ১০% SBI Bank ডেবিট/ক্রেডিট কার্ড ডিসকাউন্ট।
  • Lenovo Vibe K4 Note ১০,৭৯৯ টাকায় + ১০% SBI Bank ডেবিট/ক্রেডিট কার্ড ডিসকাউন্ট।
  • Huawei Honor Holly 2 Plus 16জিবি 4G + CDMA ৯,৩৯৯



১০% SBI bank ডিসকাউন্ট অফার snapdeal Unbox Cash Free সেলে


  • ১০% SBI bank ডিসকাউন্ট অফার snapdeal Unbox Cash Free সেলে
  • যদি আপনি SBI ডেবিট/ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করেন তাহলে snapdeal থেকে ১০% বেশি ডিসকাউন্ট পাবেন।
  • ডিসকাউন্ট অফার শুধুমাত্র ৫ - ৬ই ডিসেম্বর পর্যন্ত।
  • কমপক্ষে ৪০০০ (চার হাজার) টাকার শপিং এর উপর এই অফার বৈধ।
  • সর্বোচ্চ ছাড় ১০০০ টাকা।
[Expired] Flipkart Big Billion Day Sale 2016 Offer : থাকছে ৮০% পর্যন্ত ছাড় + এসবিআই কার্ডের উপর এক্সট্রা ১০% ছাড় + ১ টাকার প্রোডাক্টস

[Expired] Flipkart Big Billion Day Sale 2016 Offer : থাকছে ৮০% পর্যন্ত ছাড় + এসবিআই কার্ডের উপর এক্সট্রা ১০% ছাড় + ১ টাকার প্রোডাক্টস

২ অক্টোবর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফ্লিপকার্ট Big Billion Day সেল শুরু হচ্ছে। ফ্লিপকার্ট Big Billion Day সেল শুধুমাত্র App Only Deals, Best Deals, Big Billion Day Deals, Short time Deals Available থাকবে।



Flipkart প্রতি বছর Big Billion Day অফার দেই। এই বছরে ফ্লিপকার্ট ২ অক্টোবর থেকে ৬ ই অক্টোবর পর্যন্ত Big Billion Day অফার দিয়েছে। এই বছরেও ১ টাকায় ফ্লিপকার্টে জিনিসপএ কিনতে পারবেন। যদি আপনি অনলাইন শপিং করেন, তাহলে এই দিন আপনার জন্য খুবই ভাল। Electronics, appliance, men products, women products, baby এবং kids products, home furniture, books ইত্যাদি Big Billion Day এর দিনে কিনতে পারবেন।

আরো পড়ুন : Toshiba Hayabusa ১৬জিবি পেন ড্রাইভ কিনুন শুধুমাত্র ৯৯ টাকায়।

Flipkart Big Billion Day 2016 Offers

Flipkart Big Billion Day সেলের দিন স্টেট ব্যাংক ডেবিট এবং ক্রেডিট কার্ড এর উপর ১০% ডিসকাউন্ট পাবেন। ফ্লিপকার্ট big billion day সেলে অফারের সুবিধা কি:


  •  ফ্লিপকার্ট অ্যানড্রয়েড অ্যাপ থেকে জিনিসপত্র কিনলে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন।
  •  Men এবং Women প্রোডাক্টস এর উপরর ৮০% ডিসকাউন্ট থাকবে।
  •  ইলেকট্রনিক আইটেম এর উপর ৪০% ডিসকাউন্ট থাকবে।
  •  SBI ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড এর উপর ১০% ডিসকাউন্ট পাবেন।


Flipkar Big Billion Day সেল এর দিনে কিভাবে প্রোডাক্টস কিনবেন:

১. ফ্লিপকার্ট অ্যাকাউন্টে লগিন করুন।

২. Big billion সেলের একদিন আগে আপনার পছন্দের প্রোডাক্টস কে কার্টে (Cart) অ্যাড করুন।

৩. এখন শেলের সময় পর্যন্ত অপেক্ষা করুন।

৪. শেলের সময় যখন প্রোডাক্টস এর উপর ডিসকাউন্ট দেবে তখন তখন প্রোডাক্টস Buy করুন।

৫. এই রকম ভাবে আপনি খুব সহজেই ফ্লিপকার্ট big billion day শেলের ফাইদা নিতে পারবেন।

Flipkart Big Billion Day 2016 Time Table




Date PRODUCTS 

2ND OCTOBER 2016  Lifestyle, TVs and Appliances
 3RD OCTOBER 2016  Mobiles and Accessories
 4TH OCTOBER 2016:  Electronics
 5TH & 6TH OCTOBER 2016  সকল প্রোডাক্টস এর উপর ডিসকাউন্ট
আইডিয়াই এখন আঠারো টাকায় আনলিমিটেড ইন্টারনেট, কিভাবে অ্যাক্টিভ করবেন?

আইডিয়াই এখন আঠারো টাকায় আনলিমিটেড ইন্টারনেট, কিভাবে অ্যাক্টিভ করবেন?

রিলায়েন্স জিও 4G শুরু হওয়াই বর্তমানে সব কোম্পানি স্টক কমে গেছে, কারণ রিলায়েন্স জিও তাদের কাস্টমারদের বোহুত সস্তা রেটে ডেটা প্লান এর প্রোমিস করেছে, এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত জিও সকল সার্ভিস ফ্রিতে দিচ্ছে, কিন্তু ৩১ সে ডিসেম্বরের পরে খুব সস্তাই তাদের সার্ভিস দেবে, এই কারনে অন্য টেলিকম কোম্পানি ভোডাফোন, এয়ারটেল, আইডিয়াও তাদের ইন্টারনেট প্লানে কম করে দিয়েছে।

এর মধ্যে একটি প্ল্যান হচ্ছে ১৮ টাকায় আনলিমিটেড ইন্টারনেট, এটি আইডিয়া কাস্টমার দের জন্য দারুণ খবর কারন শুধুমাত্র ১৮ টাকায় আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে।



আইডিয়াতে ১৮ টাকায় আনলিমিটেড ইন্টারনেট কিভাবে অ্যাক্টিভ করবেন?

এটার জন্য আপনাকে বেশি কিছু করতে হবেনা, আপনি নিচে দেওয়া স্টেপ গুলো ফ্লো করুন -

১.প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল করুন ***800*18#

২. এখন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ডেটা প্যাক অ্যাক্টিভ এর সফল মেসেজ পাবেন.

৩. এখন আপনি আপনার আইডিয়া সিম থেকে ১ দিন আনলিমিটেড 2G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

শর্তাবলী :-**

১. এই অফার শুধুমাত্র আইডিয়া গ্রাহকদের জন্য।

২. এই প্ল্যান ব্যবহারকারী অ্যাক্টিভ করার পর শুধুমাত্র ১ দিনের জন্য আনলিমিটেড 2G এক্সেস করতে পারবে।
Paytm - ১০ টাকা ফ্রি Paytm ওয়ালেট ক্যাশ (নতুন ব্যবহারকারী দের জন্য)

Paytm - ১০ টাকা ফ্রি Paytm ওয়ালেট ক্যাশ (নতুন ব্যবহারকারী দের জন্য)

paytm নিয়ে এসেছে একটি নতুন অফার রেজিস্টার করুন নতুন একাউন্ট আর পান ১০ টাকা ফ্রি paytm ওয়ালেটে, আপনাকে paytm অ্যাপে রেজিস্টার করতে হবে এবং ADD MONEY অপশনে কুপন আ্যপ্লাই করতে হবে। আমি নিচে Sign up পদ্ধতি সেয়ার করছি শুধু স্টেপ ফোলো করুন।



কিভাবে Paytm থেকে ১০ টাকা ক্যাশব্যাক পাবেন?

১. প্রথমে প্লে স্টোর থেকে Paytm অ্যাপ ডাউনলোড করুন।

২. ইন্সটল করার পর ওপেন করুন।

৩. তারপর Sign up বাটানে ক্লিক করুন।

৪. এখন আপনার নাম্বার এবং ইমেইল ভেরিভাই করুন।

৫. এখন Paytm অ্যাপ ওপেন করুন এবং ক্লিক করুন Add Money অপশেনে, তারপর এমাউন্টে লিখুন 10 তারপর কুপন কোড এপ্লাই করুন FIRST অথবা GET10



বি:দ্র :- কুপন কোড: - FIRST শুধুমাত্র ডাইরেক্ট রিচার্জে বৈধ Add Money অপশেনে বৈধ নয়।

৬. এখন কুপন কোড এপ্লাই সফল হলে তারপর proceed to pay বাটানে ক্লিক করুন।

৭. এখন ১০ টাকা আপনার Paytm ওয়ালেটে যোগ হয়ে যাবে, যা আপনি আপনার পরবর্তী মোবাইল রিচার্জ ও বিল পেমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন।

Proof

[Expired] Ebay Loot - কিনুন Toshiba Hayabusa ১৬জিবি পেন ড্রাইভ শুধুমাত্র ৯৯ টাকায় [Proof Added]

[Expired] Ebay Loot - কিনুন Toshiba Hayabusa ১৬জিবি পেন ড্রাইভ শুধুমাত্র ৯৯ টাকায় [Proof Added]

Ebay আবার নিয়ে এসেছে একটি দারুন অফার। ৩৫০ টাকার পেন ড্রাইভ ৯৯ টাকায় শুধুমাত্র নতুন ব্যবহারকারী দের জন্য। এর আগেও Ebay Sandisk এর ১৬জিবি পেন ড্রাইভ ৭৯ টাকায় দিয়েছিল। তাই ৯৯ টাকার পেন ড্রাইভ পাবার জন্য Ebay সেল পেজে রেজিস্টার করুন।



কিভাবে রেজিস্টার করবেন ৯৯ টাকার তোশিবা পেন ড্রাইভ এর জন্য

১.প্রথমে Ebay অফার পেজে ভিসিত করুন।

২. তারপর, আপনার ইমেইল, মোবাইল নম্বর এবং পিন কোড এন্টার করুন।

৩. এখন সাবমিট বাটানে ক্লিক করুন।

৪. ২৮ সেপ্টেম্বরে আপনি কুপন কোড পাবেন আপনার মোবাইল নাম্বারে।

৫. এখন সেলের দিনে Ebay তে ভিসিত করুন।

৬. তারপর কুপন কোড এপ্লাই করে পেমেন্ট কমপ্লিট করুন।

Suggestion

আমি আপনাদের ব্যক্তিগতভাবে সুপারিশ দেব যে আপনারা আরো এবং আরো নাম্বার দিয়ে রেজিস্টার করুন কারন এর আগের বছর দিওয়ালিতে Ebay এই রকমি সেম অফার দিয়েছিল sandisk cruzer blade 16gb flash drive শুধুমাত্র ৭৯ টাকায়। আমি ৫-৬ নাম্বার দিয়ে রেজিস্টার করছিলাম এবং আমি তিনটে নাম্বারে কুপন পেয়েছিলাম আর এই রকম ভাবে আমি তিন খানা পেন ড্রাইভ অর্ডার করেছিলাম শুধুমাত্র ২৩৭ টাকায়।

তাই তাড়াতাড়ি! কেবলমাত্র সীমিত স্টক!

Terms & Conditions apply

Proof
অ্যানড্রয়েড N ফির্চাস কে লোলিপপ এবং মার্শম্যালোতে কিভাবে ব্যবহার করবেন

অ্যানড্রয়েড N ফির্চাস কে লোলিপপ এবং মার্শম্যালোতে কিভাবে ব্যবহার করবেন

আজ আমি আপনাদের বোলব কিভাবে অ্যানড্রয়েড N এর ফির্চাস কে ললিপপ এবং মার্শম্যালো মোবাইলে ব্যবহার করবেন। অ্যানড্রয়েড N কয়েক মাস আগে রিলিজ হয়েছে। অ্যানড্রয়েড N এখন কিছু ফোনেতে লঞ্চ করেছে।



যদি আপনার ফোনে ললিপপ অথবা মার্শম্যালো ভার্শনে রান করে তাহলে আপনিও অ্যানড্রয়েড N ব্যবহার করতে পারবেন।



Xposed Framework এর সাহায্যে আমরা অ্যান্ড্রয়েড N ভার্সনকে ব্যবহার করতে পারব। এই module কে ব্যবহার করে যে কেউ অ্যান্ড্রয়েড N ফির্চাস কে ব্যবহার করতে পারবে। যদি আপনি স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন যেমন Nexus এবং motorola তাহলে এই module খুব সহজেই কাজ করবে।

অ্যান্ড্রয়েড N এর ফির্চাস

■ অ্যান্ড্রয়েড N এর মতন টাস্ক বার।

■ Easter Egg সেটিং এ অ্যান্ড্রয়েড N এর লোগো চেজ্ঞ করতে পারবেন।

লিমিটেশন

■ মাল্টিটাস্কিং ব্যবহার করতে পারবেন না।

Requirements : অ্যান্ড্রয়েড N কে লোলিপপ এবং মার্শম্যালোতে ব্যবহার করার জন্য।

■ আপনার ডিভাইসে Xposed Framework ডাউনলোড করুন

» ANDROID LOLLIPOP 5.0 আর 5.1 তে XPOSED FRAMEWORK কিভাবে ইন্সটল করবেন (সম্পূর্ণ গাইড)

Android N-ify অ্যাপ

কিভাবে অ্যানড্রয়েড N OS কে ললিপপ এবং মার্শম্যালোতে ব্যবহার করবেন।

সবথেকে প্রথমে উপরের দেওয়া requirements গুলি আপনার অ্যানড্রয়েড ফোনে কমপ্লিট করুন।



‣ এখন Xposed অ্যাপ থেকে N-ify module কে অ্যাক্টিভ করুন।



‣ এখন আপনার ফোনটি restart করুন।

‣  এখন অ্যানড্রয়েড N-ify অ্যাপকে ওপেন করে সেটিং করুন।

স্ক্রিনশট :**





অ্যানড্রয়েড N এ এমনই কিছু ফির্চাস আছে যা আপনার অনেক ভালো লাগবে। এই পোস্ট অ্যানড্রয়েড ফোনে অ্যানড্রয়েড N কে কিভাবে ব্যবহার করবেন। আসা করি এই পোস্টটি আপনার ভাল লাগবে যদি এই পোস্ট আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে সেয়ার করুন।
[Reliance Jio Tariff Plan Leaked] ৫০ টাকায় পাবেন ১০জিবি 4G ডেটা আর ৫০০ মিনিট ভয়েস কল

[Reliance Jio Tariff Plan Leaked] ৫০ টাকায় পাবেন ১০জিবি 4G ডেটা আর ৫০০ মিনিট ভয়েস কল

বন্ধুরা আপনারা কি Reliance Jio SIM নিয়েছেন? যদি না নিয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি রিলায়েন্স এর store থেকে রিলায়েন্স জিও সিম ফ্রিতে নিয়ে নিন, কারন আপনি যদি রিলায়েন্স জিও সিম এর Tariff প্লান এর ব্যাপারে শুনেন তাহলে আপনি বিশ্বাস করবেন না। রিলায়েন্স জিও সিম এখন সকল 4G স্মার্টফোনের জন্য ফ্রিতে পাওয়া যাচ্ছে আর সেটার সঙ্গে ৩ মাস আনলিমিটেড 4G ইন্টারনেট পাওয়া যাচ্ছে আর আনলিমিটেড voice কলিংও পাওয়া যাচ্ছে।


এটার পর আপনি ভাববেন যে রিলায়েন্স এর ডাটা প্যাক অনেক দাম হতে পারে এই জন্যই সিম ফ্রিতে দিচ্ছে। কিন্তু এসব কিছু নয় রিলায়েন্স জিও সিম এর ৩ মাস ডাটা প্যাক শেষ হবার পর আপনাকে সিম বদলানোর কোন দরকার হবে না কারণ রিলায়েন্স এর tariff প্লানের Licked ইনফরমেশনর খবরে রিলায়েন্স জিও সিম এর প্রথম Tariff প্লানে আপনি ৫০ টাকায় ১০জিবি 4G ইন্টারনেট ডেটা আর ৫০০ মিনিট ভয়েস কল করার জন্য তাও আবার ৩০ দিনের জন্য।


রিলায়েন্স জিও সিমের দ্বিতীয় Tariff প্লান যেটা ১০০ টাকার এটাই আপনি প্রথমের Tariff প্লান এর ডবল মিলবে ২০জিবি 4G ইন্টারনেট, ২০০ এসএমএস আর ১,০০০ মিনিট ভয়েস কল। আর এই রকমই রিলায়েন্স জিওর তৃতীয় প্লান যেটা ২০০ টাকার এটে আপনি ৪০জিবি 4G ইন্টারনেট ডেটা আর ৫০০ এসএমএস এবং ২৫০০ মিনিট ভয়েস কল পাবেন।


প্লান সোর্স 91mobiles.com
শেষ কথা

যদি আপনি কোন অন্য নেটওয়ার্কে 4G ইন্টারনেট ৩০ দিনের জন্য রির্চাজ করেন তাহলে আপনাকে ১জিবি 4G ইন্টারনেটের জন্য কমপক্ষে ২৫০ টাকা ত লাগবেই। রিলায়েন্স জিওর ডেটা প্লান মনে হয় ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে।
Jio 4G সিমকে 3G স্মার্টফোনে কিভাবে ব্যবহার করবেন

Jio 4G সিমকে 3G স্মার্টফোনে কিভাবে ব্যবহার করবেন

বন্ধুরা আপনারা জানেন যে রিলায়েন্স 4G স্মার্টফোনের এর জন্য Reliance Jio লঞ্চ করেছে। এই সিম থেকে ফ্রি আনলিমিটেড 4G ইন্টারনেট, কলিং এবং এসএমএস হচ্ছে। কিন্তু এই সিম শুধুমাত্র 4G হ্যান্ডসেটেই কাজ করবে।




আজ আমি আপনাদের বোলব যে কিভাবে 3G এন্ড্রয়েড স্মার্টফোনে রিলায়েন্স জিও সিম ব্যবহার করবেন। এখন আপনি জিও সিমকে 3G এন্ড্রয়েড ডিভাইসে লাগিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।


রিলায়েন্স জিও 4G সিমকে 3G ফোনে চালানোর জন্য কি কি লাগবে?

অ্যাক্টিভ করা রিলায়েন্স এর জিও 4G সিম।

একটি 3G স্মার্টফোন সেটার প্রসেসর কিন্তু mediatek CHIPSET প্রসেসর হতে হবে।


প্রথমে আপনাকে একটি অ্যাক্টিভ করা রিলায়েন্স এর 4G সিম লাগবে আর একটি 3G স্মার্টফোন যেটা Lava, Micromax, Samsung যেকোন কোম্পানির হলেই হবে কিন্তু mediatek CHIPSET প্রসেসর হওয়া জরুরি।, বিনা mediatek CHIPSET প্রসেসরে আপনি কোন ফোনে রিলায়েন্স এর জিও 4G চালাতে পারবেন না।

3G স্মার্টফোনে রিলায়েন্স এর 4G জিও সিম কিভাবে চালাবেন?

স্টেপ ১ : সবথেকে প্রথমে আপনি আপনার ফোনে MTK Engineering Mode অ্যাপ ডাউনলোড করুন।

স্টেপ ২ : এখন MTK Engineering অ্যাপকে ওপেন করে MTK সেটিং অপশনে যেয়ে preffered network অপশন সিলেক্ট করুন।

স্টেপ ৩ : এখন আপনি অনেক Network Modes দেখতে পাবেন শুধু সিলেক্ট করুন 4G LTE/WCDMA/GSM

স্টেপ ৪ : এখন উপরের সব স্টেপ গুলি কমপ্লিট করার পর জিও সিমকে আপনার 3G ফোনে লাগান।

স্টেপ ৫ : কিছু সময়ের মধ্যে আপনি জিও নেটওয়ার্ক পাবেন,
Congratulations !!!! এখন আপনি আপনার জিও সিমকে আপনার 3G ফোনে ব্যবহার করতে পারবেন।

শেষ কথা

এখন আপনি আপনার 3G ফোনে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি কাউকে কল করতে পারবেন না। কারন জিও সিমে কল করার জন্য VOLTE সাপোর্ট ফোন চাই। বন্ধুরা 3G ফোনে জিও সিম সাপোর্ট করার জন্য এটাই সবথেকে সহজ পদ্ধতি।
Android Lollipop 5.0 আর 5.1 তে Xposed Framework কিভাবে ইন্সটল করবেন (সম্পূর্ণ গাইড)

Android Lollipop 5.0 আর 5.1 তে Xposed Framework কিভাবে ইন্সটল করবেন (সম্পূর্ণ গাইড)

Kitkat ভার্সনে Xposed Framework কে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এন্ড্রয়েড এর Kitkat ভার্সনে সাধারণ ভাবেই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু Lollipop ভার্সন এবং Marshmallow তে Xposed framework ইন্সটল করা অনেক কঠিন।

Xposed Installer কি?


Xposed framework হচ্ছে একটি অ্যাপস, যেটি এন্ড্রয়েড ফোনে সিকিউরিটি পারমিশন কে এডিট করা, ব্যাটারি প্যানেলকে কাস্টমাইজড করা আরও অনেক কিছু Xposed framework থেকে করতে পারবেন। Xposed Framework তে অনেক কিছু module থাকে এটাই আপনি নোটিফিকেশন বার, imei changer এবং xprivacy অ্যাপ ব্যবহার করতে পারবেন।
এই ট্রিকটি শুধুমাত্র নতুন ভার্সন Lolipop ব্যবহারকারী দের জন্য।

Android 5.0 or 5.1 তে Xposed Framework কিভাবে ইন্সটল করবেন।

আমি আপনাদের নিচে একটি স্ক্রিনশট দিয়েছি, যদি আপনার Lolipop ফোনে xposed installer ইন্সটল করা থাকে আর ওটার framework কে প্রবলেম সো করে তাহলে নিচে দেওয়া স্টেপ ফ্লো করুন।



স্টেপ ১: প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনে Xposed Installer ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।

XDA Developer পেজ থেকে ZIP ফাইল ডাউনলোড করুন। আপনার হ্যান্ডসেটের জন্য supported ফাইল ডাউনলোড করুন।

Android 5.0 ব্যবহারকারী দের জন্য :

xposed-v75-sdk21-arm.zip (Normal devices)
xposed-v75-sdk21-arm64.zip (64-Bit, Next Gen Processors)
xposed-v75-sdk21-x86.zip (32-Bit, Intel Based processors)

Android 5.1 ব্যবহারকারী দের জন্য :

xposed-v75-sdk22-arm.zip (Most of the devices)
xposed-v75-sdk22-arm64.zip (64-Bit, Next Gen Processors)
xposed-v75-sdk22-x86.zip (32-Bit, Intel Based Processor)

Tip : আপনার ডিভাইসে কোন প্রসেসর সেটা জানবার জন্য hardware information অ্যাপ্লিকেশান ডাউনলোড করুন। এখন অ্যাপ্লিকেশানটি ওপেন করুন আপনি প্রসেসর ট্যাবে আপনার ডিভাইসের প্রসেসর পেয়ে যাবেন।



স্টেপ ৪ : এখন আপনার কাছে ফাইল এবং এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান দুটোই আছে।

স্টেপ ৫ : এখন আপনার ফোনটি Recovery Mode করুন। অনেক ফোনে Recovery mode যাবার জন্য Volume Up এবং Power বাটন একসাথে প্রেস করে হয়, আবার অনেক ফোনে Volume Down এবং power বাটান একসাথে প্রেস করে রিকভারি হয়। কিন্তু আমি আপনাদের TWRP অ্যাপ থেকে Recovery Mode যাবার জন্য suggestion দেব কারন TWRP recovery অনেক ফাস্ট এবং সোজা।

স্টেপ ৬ : Recovery Mode যাবার পর Apply Update From sDcard অপশন সিলেক্ট করুন।

বি:দ্র : Recovery mode তে zip ফাইল কে ইন্সটল করার জন্য, zip ফাইল কে sdcard সেভ করুন। কিন্তু কোন folder তে সেভ করবেন না। ফাইল sdcard এ প্রথম পেজে সেভ হতে হবে তবেই recovery mode ফাইল শো হবে।

স্টেপ ৭ : এখন আপনার ফোনের জন্য ডাউনলোড করা Zip ফাইলটি সিলেক্ট করুন আর ইন্সটল করুন।




স্টেপ ৮ : ২০ থেক ২৫ সেকেন্ডের মধ্যে Zip ফাইলটি আপনার ফোনে ইন্সটল হয়ে যাবে।

স্টেপ ৯ : Congratulations, এখন আপনার ফোনে Xposed Framework ইন্সটল হয়ে গেছে। এখন আপনি আপনার পছন্দের ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারবেন। যেমন Donkey Guard, Xprivacy ইত্যাদি।



বন্ধুরা এই টিউটোরিয়াল আমি নিজে ব্যবহার করেছি। উপরের পদ্ধতি ব্যবহার করে আপনি খুব সহজেই Xposed framework ইন্সটল করতে পারবেন। যদি এই পোস্ট আপনার পছন্দ হয় তাহলে অবশ্যয় শেয়ার করবেন।
Airtel Myjackpot Offer: এয়ারটেলে ৫জিবি ফ্রি 3G/4G ইন্টারনেট ডেটা সকল ব্যবহারকারী দের জন্য

Airtel Myjackpot Offer: এয়ারটেলে ৫জিবি ফ্রি 3G/4G ইন্টারনেট ডেটা সকল ব্যবহারকারী দের জন্য

হ্যালো বন্ধুরা, আপনারা কি Airtel Myjackpot offer এর ব্যাপারে জানেন? যদি না জানেন তাহলে এই পোস্টকে ঠিক করে পড়ুন কারন আপনার কাছে যদি এয়ারটেল এর সিম কার্ড থাকে তাহলে আপনি ৫জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট ডেটা পাবেন যেটা আপনি রাত্রি ১২ থেকে সকাল ৬ টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এটার ভ্যালিডিটি হচ্ছে ৩০ দিন পর্যন্ত তাহলে চলুন জানি Myjackpot অফার এর ব্যাপারে।



কিভাবে পাবেন এয়ারটেল ৫জিবি ফ্রি 3G ডেটা

বন্ধুরা আমি আপনাদের বোলব যে কিভাবে এয়ারটেল থেকে ৫জিবি 3G/4G ডেটা কিভাবে নেবেন। স্টেপ বাই স্টেপ বলতে যাচ্ছি। এয়ারটেল থেকে ৫জিবি ডেটা কিভাবে পাবেন।

১.প্রথমে প্লে স্টোর থেকে my airtel app ডাউনলোড করুন।

২. ডাউনলোড কারার পর ইন্সটল করুন।

৩. এখন ওখানে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে।

৪. এখন আপনি “myJackpot” অফারের বেনার দেখতে পাবেন ওখানে ক্লিক করুন।

৫. এখন আপনাকে নিচে দেওয়া স্টেপ পুরন করতে হবে।
1. Wynk music
2. Wynk movie
3. Wynk game
4. Refer and earn
5. Load money
6. Transfer money
7. Recharge & Earn

Wynk Music Offer:-

■ Wynk Music থেকে ১০ টা গান শুনলে ৫০০এমবি পাবে।

■ Wynk Music থেকে ডাউনলোড করুন যেকোন অ্যালবাম ক্লিক করুন ‘Download All’ বাটানে তাহলে পাবেন ২০০এমবি।


Wynk Movies Offee

■ প্লে করুন Shahid Kapoor এর মুভি Haider অথবা যেকোন মুভি Hooq channel থেকে তাহলে পাবেন ৫০০এমবি

■ desi boys অথবা eros now চ্যানেল থেকে যেকোন মুভি দেখলে ২০০এমবি পাবেন।

Wynk Games Offer

■Sultan: The Game অথবা Teen Patti গেম ডাউনলোড করলে ৫০০ এমবি ডেটা পাবেন।

■ ডাউনলোড করুন যেকোন তিনটি গেম যেটাই ৩০০০+ লাইক থাকবে তাহলে ২০০এমবি পাবেন

Refer and earn

■ রেফার করুন আপনার বন্ধুদের তাহলে আপনি ৫০০এমবি ডেটা পাবেন যদি আপনার বন্ধু myAirtel app ইন্সটল করে।


Load money offer

■ যদি আপনি Airtel money অ্যাপ থেকে ১০০ টাকা লোড নেন তাহলে আপনি ৫০০এমবি ডেটা পাবেন

Transfer money

■ যদি আপনি My Airtel অ্যাপ থেকে ১০০ টাকা ট্রান্সফার করেন তাহলে ৫০০এমবি ডেটা পাবেন।

Recharge & Earn Offer

■ My airtel অ্যাপ থেকে আপনার এয়ারটেল নাম্বারে রিচার্জ করলে ১জিবি ডেটা পাবেন।

■ যেকোন নাম্বারে রিচার্জ করলে ৫০০এমবি ডেটা পাবেন।

আপনি যখনি অফার সম্পূর্ণ করবেন আপনার নাম্বারে মেসেজ আসবে।



শেষ কথা

তাহলে বন্ধুরা উপরে দেওয়া স্টেপ গুলি পূরণ আর আপনি ৫জিবি ফ্রি ডেটা পেয়ে যাবেন। এটা খুবই সোজা স্টেপ আপনাকে শুধু এয়ারটেল অ্যাপ ইন্সটল করুন আর সব টাস্ক পূরণ করুন। এই রকম ভাবে আপনি এয়ারটেল থেকে ফ্রি ইন্টারনেট পেতে পারবেন তাও আবার ৫জিবি

বি:দ্র :- মনে রাখবেন এই ডেটা নাইট প্যাক মানে এটি ১২am- ৬am পর্যন্ত কাজ করবে। আর এটার ভ্যালিডিটি ২৮ দিনের।
Coolpad Mega 2.5D Smartphone Review [Bengali]

Coolpad Mega 2.5D Smartphone Review [Bengali]

Hi friends আজ আমি Coolpad Mega 2.5D স্মার্টফোনের রিভিউ করব যেটা এই সপ্তাহে লঞ্চ হয়েছে।



প্রথমে আমি বোলব Coolpad Mega 2.5D এর স্পেসিফিকেশন আর দেখব এই স্পেসিফিকেশন এর দামের হিসাবে কেমন। Coolpad Mega 2.5D দাম ভারতে ৬,৯৯৯

Coolpad Mega 2.5D Specification:

Processor:

Coolpad Mega 2.5D 1.0 GHz ,Quad Core, MediaTek MT6735P প্রসেসর দিয়েছে।

Operating System:

Coolpad Mega 2.5D তে এন্ড্রয়েড এর Marshmallow v6.0.0 অপারেটিং সিস্টেম দিয়েছে।

Display

Coolpad Mega 2.5D তে 5.5" ইঞ্চি, 720 IPS ডিসপ্লে দিয়েছে যা Xiaomi Redmi 3S এর ডিসপ্লে থেকে বড় আর Coolpad Mega 2.5D এর দামও একই।

Memory/Storage:

Coolpad Mega 2.5D তে আপনি পাবেন ৩জিবি র্যাম ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ পাবেন আর এটাতে আপনি Micro SD কার্ড ৬৪জিবি পর্যন্ত লাগাতে পারবেন।

Camera

বন্ধুরা Coolpad Mega 2.5D তে আপনি ফ্রন্ট আর রেয়ার দুটোই ৮ এমপি ক্যামেরা পাবেন আর দুটো ক্যামেরাতেই autofocus দিয়েছে।

আরও পড়ুন:- Xiaomi Redmi 3S Review [Bengali]

শেষ কথা

যদি আপনি Coolpad Mega 2.5D কিনতে চান তাহলে আপনাকে Amezon.in এ যেয়ে রেজিস্টার করতে হবে কারন এই স্মার্টফোনটি আপনি ফ্ল্যাশ সেলে পাবেন।

কিন্তু, যদি আপনি ৬৯৯৯ টাকার মধ্যে আরও ভাল স্মার্টফোন নিতে চান তাহলে আপনি Redmi 3S নিতে পারেন অথবা আপনি Coolpad এর আর একটি স্মার্টফোন Coolpad Lite 3 নিতে পারেন কেননা coolpad lite 3 তে আপনি Finger Print Scanner পাবেন।

যদি আমরা Redmi 3s আর Coolpad Mega 2.5D এর বেসিক হার্ডওয়্যার এর কথা বলি তাহলে যেটাই Snapdragon 340 হার্ডওয়্যার আছে সেটা Mediatek 735 হার্ডওয়্যার এর চেয়ে অনেক ভাল, কিন্তু যদি ডিসপ্লের কথা বলি তাহলে Coolpad এ 5.5" ইঞ্চি ডিসপ্লে দিয়েছে আর Redmi 3S এ ডিসপ্লে 5" ইঞ্চি।

বন্ধুরা,যদি আমরা Coolpad Mega 2.5D আর Redmi 3S এর ক্যামেরা আর ব্যাটারি কথা বলি তাহলে Redmi 3S এর 4100 mAH এর ব্যাটারি দিয়েছে আর Coolpad Mega 2.5D তে 2500mAH এর ব্যাটারি দিয়েছে।

বন্ধুরা যদি আপনি একটি জেনারেল মাল্টিমিডিয়া স্মার্টফোন চান তাহলে Coolpad Mega 2.5D আপনার জন্য ঠিক আছে কারন এটাই মাল্টিমিডিয়ার সবকিছু ফির্চাস আছে যেমন মাল্টিমিডিয়া স্মার্টফোনে বড় ডিসপ্লে চাইলে তাহলে এটার ডিসপ্লে আপনি ৫.৫" ইঞ্চি পাচ্ছেন আর এটার ক্যামেরাও অনেক ভাল।

আপনি Coolpad Mega 2.5D তে কিছু যদি ভাল পান সেটা হচ্ছে RAM আর ফ্রন্ট ক্যামেরা বাস আর বাকিসব স্পেসিফিকেশন একই।
Xiaomi Redmi 3S Review [Bengali]

Xiaomi Redmi 3S Review [Bengali]

আপনারা নিশ্চয় জানেন যে চাইনীজ স্মার্টফোন কোম্পানি Xiaomi তাদের আর এক নতুন বাজেট স্মার্টফোন Redmi 3S ভারতে লঞ্চ করে দিয়েছে। আর এটি দুটি পাঠে লঞ্চ করেছে, প্রথম পাঠ ২ জিবি র্যাম আর ১৬জিবি স্টোরেজ এর দাম ৭০০০ টাকা, আর অন্যটি ৩জিবি র্যাম ৩২জিবি স্টোরেজ, fingerprint scanner এটির দাম ভারতে ৯০০০ টাকা।



Xiaomi Redmi 3S Specification:




বন্ধুরা সবথেকে প্রথমে আমি Redmi 3S স্মার্টফোন এর স্পেসিফিকেশন এর সমন্ধে বলি। যেখানে আমি ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারিরর সমন্ধে বোলব।

Display:

Xiaomi Redmi 3S এর ৫" ইঞ্চির IPS display এর রেজোলিউশান 720×1280 পিক্সেল।

Memory/storage:

আমি প্রথমে বলেছি যে Redmi 3S স্মার্টফোন দুটি পাঠে লঞ্চ করেছে। Redmi 3s ২জিবি র্যাম আর ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ আর অন্যটা Redmi 3S Prime ৩জিবি র্যাম আর ৩২জিবি স্টোরেজ। এর সাথে আপনি Hybrid card slot পাবেন।

Camera:

Xiaomi redmi 3S এর Rear camera 13MP Dual LED flash আর এটার ফ্রন্ট ক্যামেরা 5MP Autofocus

Processor & OS:

Xiaomi Redmi 3S এ 1.1 GHz ,Octa Core, Qualcomm, Snapdragon 430 Processor আর এটাই এন্ড্রয়েড 6.0 (Marshmallow) এর OS দিয়েছে।

Battery

Xiaomi redmi 3S তে বোহুত পাওয়ার ফুল ব্যাটারি দিয়েছে। যা এখনও পর্যন্ত এত কমদামে কোন স্মার্টফোনে দেইনি। Xiaomi Redmi 3S তে 4100 mAH li-on এর ব্যাটারি দিয়েছে।

General:

Xiaomi redmi 3S স্মার্টফোনে Dual SIM, 4G, 3G, wifi, Bluetooth আর 3.5mm এর audio jack দিয়েছে।

Fingerprint Detection

Compass Sensor

GPS Location

Geo-tagging

Farce detection

Reason to Buy Redmi 3S & 3S Prime:-

#১. যদি আপনার বাজেট ৭০০০ টাকা থেকে ৯০০০ টাকা মধ্যে হয় তাহলে এই ফোনটির ব্যাপারে ভাবতে পারেন।

#২. এই ফোনের হার্ডওয়্যার এই রেন্জ এ অনেক ভাল। এটাই আপনি Qualcomm Snapdragon 430 Octa-Core 1.4 ghz এর প্রসেসর পাচ্ছেন। আর Adreno 505 GPU দিচ্ছে যা গেমিং পারফরমেন্স এ বোম করে দেবে।

#৩. Redmi 3S এ 4100 mAh এর ব্যাটারি পাবেন যা সবথেকে বড় reason আর ফাস্ট চার্জয়িং সাপোর্ট করে।

#৪. ফোনের আকার এবং ডিজাইন একটি প্রিমিয়াম ফোনের মত। এই বাজেটে বাকি ফোনের লুক এর চেয়ে এটি খুবই ভাল।

#৫. Redmi 3S এর ক্যামেরা পারফরমেন্স দেখতে হবেনা। এটে আপনি 13MP আর 5MP ক্যামেরা দিচ্ছে। যা ফুল HD রেকর্ডিং সাপোর্ট করবে।

#৬. এতে LTE আর VoLTE সাপোর্ট
Reliance Jio 4G : আনলিমিটেড কিলিং এবং ইন্টারনেট এর জন্য কিভাবে পাবেন ফ্রিতে জিও 4G সিম

Reliance Jio 4G : আনলিমিটেড কিলিং এবং ইন্টারনেট এর জন্য কিভাবে পাবেন ফ্রিতে জিও 4G সিম

আজ অনেক দিনপর আমি আপনাদের জন্য একটি দারুন ট্রিক নিয়ে এসেছি। আপনি কি রিলায়েন্স জিও 4G সিম এর সমন্ধে শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আমি আপনাদের বলে দিচ্ছি যে রিলায়েন্স জিও সিম লঞ্চ করেছে যেখানে আপনি আনলিমিটেড 4G ডেটা, আনলিমিটেড কিলিং এবং আনলিমিটেড মেসেজ কোন চার্জেস ছারাই ব্যবহার করতে পারবেন। কিন্তু এই অফার শুধুমাত্র তাদের জন্য যাদের কাছে LYF মোবাইল আছে। এটাই হচ্ছে এই সিমের সবথেকে বড় প্রবলেম। কিন্তু আজ আমি আপনাদের এমনই একটি ট্রিক বোলব যেখানে আপনি জিও সিম কে যেকোন 4G এন্ড্রয়েড ফোনে ব্যবহার করতে পারবেন।

রিলায়েন্স জিও স্যামসাঙ অফার

কিন্তু এখন এই রিলায়েন্স এর 4G JIO সিম নেবার জন্য আপনাকে কোন LYF এর ফোন লাগবে না। কেননা আপনি এই 4G সিমকে ফ্রিতে পেতে পারেন আর যদি আপনার কাছে স্যামসাঙ এর ফোন অথবা আইফোন থাকে তাহলে আপনি এই জিও সিম কে ব্যবহার করতে পারবেন। কারন রিলায়েন্স আর স্যামসাঙ দুজনা মিলে এই জিও সিম সার্ভিস কে প্রোমোট করছে।

JIO এর ফ্রি সিম স্যামসাঙ এর কোন কোন ফোনে সাপোর্ট করবে:-

JIO সিম স্যামসাঙ এর কিছু ফোনের জন্য ফ্রি দিচ্ছে। যদি আপনার কাছে এরমধ্যে যেকোন ফোন থাকে তাহলে আপনি সহজেই ফ্রিতে JIO সিম পেয়ে যাবেন।

■ Samsung Galaxy A5 (2015,16)

■ Samsung Galaxy A7(2015,16)

■ Samsung Galaxy A8

■ Samsung Galaxy Note 4, Note 5

■ Samsung Galaxy Note Edge

■ Samsung Galaxy S6

■ Samsung Galaxy S6 Series


ত উপরে দেওয়া ফোনের লিস্টের মধ্যে যদি আপনার কাছে যেকোন ফোন থাকে তাহলে আপনি রিলায়েন্স এর জিও সিম ফ্রিতে পাবেন।
তাহলে চলুন দেখনি কিভাবে আপনি এই রিলায়েন্স জিও সিমকে ফ্রিতে পাবেন

How to Get Reliance Jio Sim For Samsung/iPhone

স্টেপ ১. প্রথমে আপনার ফোনে Play Store থেকে “My Jio” অ্যাপ ইন্সটল করতে হবে।



স্টেপ ২. আপনি যখনি অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন তখন আপনাকে "My Jio" ওপেন লেখা থাকবে। ওখানে ক্লিক করুন।



স্টেপ ৩. এরপর আপনাকে "Get Jio Sim" এ ক্লিক করতে হবে।



স্টেপ ৪. এখন আপনার কাছে Jio Preview offer এর details শো করবে। আর নিচের সাইডে আপনি একটি অপশন পাবেন। Agree and Get Jio Offer. আপনাকে এটাই ক্লিক করতে হবে।



স্টেপ ৫. এরপর আপনার এরিয়া চেক করবে। যদি অটোমেটিক চেক না হয় তাহলে আপনি ম্যানুয়ালি ফিল করতে পারবেন। যদি আপনার এরিয়াতে রিলায়েন্স ডিজিটাল এর শপ থাকে তাহলে আপনার জন্য এই অফার উপযুক্ত থাকবে।


স্টেপ ৬. এখন যখনই আপনি next এ ক্লিক করবেন তখন আপনাকে পাঁচটা স্টেপ দেখাবে। তারপর next এ ক্লিক করার পর একটি কুপোন কোড Generate হয়ে যাবে।



স্টেপ ৭. কুপন কোডের সাথে ID proof, Address Proof, Photo নিয়ে আপনি রিলায়েন্স ডিজিটাল অথবা ডিজিটাল এক্সপ্রেস অফিসে যেয়ে ডকুমেন্টস জমা দিন


স্টেপ ৮. তারপর আপনাকে ওখানে কিছু ফর্ম ফিল্ল করার পর রিলায়েন্স এর জিও সিম ফ্রিতে পেয়েযাবেন। আপনাকে কোন টাকা পে করতে হবে না।

স্টেপ ৯. এখন অন্য সিমে মতন যেমন ফোন করে ভেরিফাই করতে হয় ঠিক ওইরকম ভাবেই আপনাকে ভেরিফাই করতে হবে। ২৪ - ৪৮ ঘন্টা লাগতে পারে।

স্টেপ ১০. এখন আপনার জিও সিম অ্যাক্টিভ হবার পর আপনাকে “My Jio App” থেকে লগিন করে জিও অফার কে অ্যাক্টিভ করতে হবে।

কিভাবে যেকোন এন্ড্রয়েড ফোনে রিলায়েন্স জিও সিম ব্যবহার করবেন


কিন্তু আপনার কাছে Rooted 4G স্মার্টফোন থাকতে হবে। তারপর আপনাকে Xposed Installer আর IMEI change করার অ্যাপ্লিকেশান ইন্সটল করতে হবে। তারপর আপনারর হ্যান্ডসেটের IMEI কে LYF ফোনের IMEI নাম্বার থেকে রিপ্লেস করতে হবে।

রিলায়েন্স জিও সিমকে ব্যবহার করার জন্য যা যা লাগবে

♦রিলায়েন্স জিও সিম কার্ড
♦LYF মোবাইল এর IMEI নাম্বার
♦Rooted 4G স্মার্টফোন
♦Xposed এবং IMEI changer অ্যাপ


স্টেপ ১ : প্রথমে আপনার Rooted 4G ফোনে Xposed Installer app আর IMEI changer অ্যাপ্লিকেশান ইন্সটল করুন।

স্টেপ ২ :এখন Xposed Installer অ্যাপে যান আর Framework অ্যাক্টিভ করুন তারপর Modulus এ যেয়ে IMEI changer অ্যাপে টিক দিন।


স্টেপ ৩ : এখন IMEI changer অ্যাপ যান আর LYF mobile এর IMEI নাম্বার এন্টার করুন। তারপর Apply বাটনে ক্লিক করুন।

স্টেপ ৪ : LYF Flame এর IMEI নাম্বার এর সিরিজ হচ্ছে 911501450159XXX আপনি XXX এর জাইগাই যেকোন এলোমেলো নাম্বার ব্যবহার করুন।


স্টেপ ৫ : এখন এন্ড্রয়েড ডিভাইস কে সুইচ অফ করে রিলায়েন্স জিও সিম কে স্লট ১ এ লাগান। তারপর হ্যান্ডসেটটি সুইচ অন করুন।

স্টেপ ৬ : এখন আপনার জিও সিম অন্য এন্ড্রয়েড ফোনে স্টার্ট হয়ে গেছে। যদি এখনও পর্যন্ত নেটওয়ার্ক না আসে তাহলে Settings > More > Mobile Networks > Network Operators > Search Manually > Choose Reliance Jio সিলেক্ট করুন

স্টেপ ৭ : তারপর Settings > More > Mobile Networks > Access Point Names > Create New APN Settings > More > Mobile Networks > Access Point Names > Create New APN

স্টেপ ৮ : Name এ লিখুন Shopnloot APN এ লিখুন Jionet

স্টেপ ৯ : এখন ফোনের ডায়াল প্যাডে যেয়ে ##4636## ডায়াল করুন। তারপর LTE অপশন নির্বাচন করুন।

স্টেপ ১০ : এখন play store থেকে JioJoin অ্যাপ্লিকেশান ইন্সটল করুন আর আপনার জিও সিম থেকে কানেক্ট করুন।

আপনার রিলায়েন্স জিও সিম এখন অন্য এন্ড্রয়েড ফোনে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি উপরের পদ্ধতি ব্যবহার করে যেকোন 4G এন্ড্রয়েড ফোনে রিলায়েন্স জিও সিম ব্যবহার করতে পারবেন। আর আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
MX PLAYER AC3 AUDIO FORMAT NOT SUPPORTED এর প্রবলেম কে স্লোভ কিভাবে করবেন

MX PLAYER AC3 AUDIO FORMAT NOT SUPPORTED এর প্রবলেম কে স্লোভ কিভাবে করবেন

আজ আমি আপনাদের জন্য এমন একটি পোস্ট নিয়ে এসেছি যার সাহায্যে আপনি আপনার এন্ড্রয়েড স্মার্ট ফোনে MX প্লেয়ারে অডিও কোডস ডাউনলোড করে Ac3 Audio Format not supported এর প্রবলেম স্লোভ করতে পারবেন।



MX প্লেয়ার এমনি একটি অ্যাপ্লিকেশান যেটা সবাই জানে আর এই অ্যাপ্লিকেশানকে আমাদের স্মার্ট ফোনে ব্যবহার করি কিন্তু অনেক সময় এমন হয় কি আমরা MX প্লেয়ারে কিছু ডুয়েল অডিওর ভিডিও অথবা মুভি প্লে করি তো সেখানে AC3 Audio Format not supported এর নোটিশ দেয় আর এই রকম হয়াই আমদের ভিডিওর ল্যাংুয়েজ ইংলিশ এই থেকে যাই। আবার অনেক সময় তো ওই মুভির আওয়াজ আসে না। আর এই প্রবলেম বেশিরভাগ MKV আর AVI ফরম্যাটে আসে।


সবথেকে প্রথমে আপনাকে Neon 7.1.32 zip ফাইল সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এর সাইজ ৪এমবি আপনি সোজা আমার লিনক থেকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন Neon 7.1.32

Ac3 Audio Format কিভাবে সাপোর্ট করাবেন MX player

Neon সফটওয়্যার ডাউনলোড করার পর MX প্লেয়ার ওটা অটো ত্রাশ করে নেবে যদি না করে তো আপনাকে এই রকম করতে হবে।

সবচেয়ে প্রথমে আপনি MX প্লেয়ার এর সেটিং এ যান।



সেটিং থেকে আপনাকে Decoder কে ওপেন করতে হবে



Decoder ওপেন করার পর আপনাকে সবথেকে নিচে যেতে হবে আর আপনাকে সেখান থেকে Custom Decoder ওপেন করতে হবে।



এখন আপনাকে Neon 1.7.32 কে সিলেক্ট করতে হবে আর আপনার MX প্লেয়ারে এই সফটওয়্যার Build হয়ে যাবে আর আপনার MX প্লেয়ারে আপনি এখন যেকোন ভিডিও চালিয়ে আপনাকে ভবিষ্যতে কখনওই Ac3 Audio Not supported এর প্রবলেম আসবে না।



ত আপনি এই রকম করে আপনার MX প্লেয়ার এর বিগ প্রবলেম কে স্লোভ করতে পারবেন।
এয়ারসেল গুড মর্নিং অফার - এয়ারসেল থেকে এয়ারসেল ফ্রি আনলিমিটেড কল করুন শুধুমাত্র ১ টাকায়

এয়ারসেল গুড মর্নিং অফার - এয়ারসেল থেকে এয়ারসেল ফ্রি আনলিমিটেড কল করুন শুধুমাত্র ১ টাকায়

এয়ারসেল থেকে এয়ারসেল ব্যবহারকারী দের জন্য সুখবর। যদি আপনি এয়ারসেল ব্যবহারকারী হন আর আপনার পরিবারের সদস্যগণ, বন্ধু এবং বান্ধবী, বয়ফ্রেন্ডস এর কাছে এয়ারসেল নম্বর থাকে তাহলে আপনার জন্য এয়ারসেল একটি দারুন অফার নিয়ে এসেছে। সকালে এয়ারসেল থেকে এয়ারসেল ফ্রি কল করার জন্য আপনাকে শুধুমাত্র ১ টাকা চার্জ লাগবে। এই অফার শুধুমাত্র ২ ঘন্টার জন্য যার সময় 6:00 AM থেকে 8:00 AM পর্যন্ত।



এয়ারসেল গুড মর্নিং প্যাক ১ টাকায় কিভাবে এক্টিভ করবেন

স্টেপ ১: মোবাইলের ডায়াল প্যাডে এয়ারসেল সিম থেকে *121*6290# ডায়াল করুন।

স্টেপ ২ : এখন একটা পপআপ মেসেজ সো করবে সেখানে গুড মর্নিং এয়ারসেল প্যাক এর সমন্ধে দেখতে পাবেন এবং আপনার এয়ারসেল সিম থেকে ১ টাকা কেটে নেবে।

স্টেপ ৩ : এখন আপনি এয়ারসেল থেকে এয়ারসেল সকাল 6 AM থেকে 8AM পর্যন্ত আনলিমিটেড কল করতে পারবেন।

স্টেপ ৪ : ডীঐক্টবেট করার জন্য ডায়াল করুন *121*6291#
Myvodafone অ্যাপ অফার : MyVodafone অ্যাপ ডাউনলোড করুন আর পান ১০০ এমবি 2G/3G ফ্রি ইন্টারনেট ডেটা

Myvodafone অ্যাপ অফার : MyVodafone অ্যাপ ডাউনলোড করুন আর পান ১০০ এমবি 2G/3G ফ্রি ইন্টারনেট ডেটা

ভোডাফোন গ্রাহকদের জন্য একটি সুখবর। আপনি যদি ভোডাফোন এর গ্রাহক হন এবং আপনার কাছে যদি এন্ড্রয়েড স্মার্টফোন থাকে তাহলে আপনি ১০০ এমবি 3G অথবা 2G ইন্টারনেট ডেটা ফ্রিতে পাবেন।

ফ্রিতে ১০০ এমবি ইন্টারনেট ডেটার জন্য আপনাকে শুধুমাএ My Vodafone অ্যাপ ইন্সটল করতে হবে, my vodafone অ্যাপ থেকে আপনি ভোডাফোন অ্যাকাউন্ট, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, বোনাস কার্ড এবং মেন ব্যালেন্স চেক করতে পারবেন। my vodafone অ্যাপ থেকে সিম কোন নামে আছে সেটাও জানতে পারবেন।



My Vodafone অ্যাপ এর বৈশিষ্ট্য

# মেন ব্যালেন্স এবং ইন্টারনেট ডেটা চেক করতে পারবেন।
# রিচার্জ করতে পারবেন।
# রোমিং প্যাকের এর সমন্ধে জানতে পারবেন।

My Vodafone অ্যাপ থেকে ১০০ এমবি ফ্রি ইন্টারনেট ডেটা কিভাবে পাবেন স্টেপ বাই স্টেপ জানুন

১. My Vodafone অ্যাপকে এন্ড্রয়েড ফোনে ইন্সটল করুন।

২. ইন্সটল করার পর My Vodafone অ্যাপ ওপেন করুন।

৩. আপনার ভোডাফোন এর নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্টার করুন।

৪.এখন আপনার নাম্বারে একটি OTP পাসওয়ার্ড যাবে।

৫. OTP পাসওয়ার্ড ভেরিফাই করার পর আপনার ভোডাফোন নাম্বারে ফ্রি ১০০ এমবি ইন্টারনেট ডেটা রিচার্জ হয়ে যাবে।


শেষ কথা

যদি আপনি ভোডাফোন নাম্বারে ১০০ এমবি ডেটা পেয়েযান তাহলে আপনি এই ট্রিকটি আপনার বন্ধু এবং সোসাল মিডিয়া তে সেয়ার করতে পারেন।
ধন্যবাদ :)
এন্ড্রয়েড ফোনে এবার Whatsapp এর কল রেকর্ড করুন।

এন্ড্রয়েড ফোনে এবার Whatsapp এর কল রেকর্ড করুন।

এন্ড্রয়েড ফোনে Whatsapp কল রেকর্ড করতে চান তাহলে আপনি ঠিক জাইগাই এসেছেন। ফ্রেন্ড, আত্মীয় সজন দের সজ্ঞে চ্যাট এর জন্য whatsapp ব্যবহার করা হয়। whatsapp কয়েক মাস আগে ভয়েস কল এর সুবিধা অ্যাড করেছে, যেখানে আমরা whatsapp থেকে whatsappp ভয়েস কল করতে পারি। প্রতিদিন ভয়েস কল এর রেট বাড়ছে এইজন্য স্মার্টফোন ব্যবহারকারীরা whatsapp থেকে ভয়েস কল করা বেশি পছন্দ করে। whatsapp কলিং ফ্রিতে হবার জন্য আমরা রিচার্জ থেকে নিরাপদে আছি। আপনাকে শুধু ইন্টারনেট ডেটা অথবা ওয়াইফাই এর প্রয়োজন। এই ট্রিক whatsapp এ কল রেকর্ড কিভাবে করতে হয়। আপনি কি জানেন whatsapp এ কল রেকর্ড করা যায়? হুম কল বিনা Hold করে whatsapp কল রেকর্ড করা যাই।

Whatsapp Call Recorder

Whatsapp অফিসিয়ালি ভাবে কোন কল রেকর্ড এর বৈশিষ্ট্য ঘোষনা করেনি, কিন্তু এন্ড্রয়েড ফোনে কিছুই অসম্ভব নয়। অনেকে গুগলে whatsapp কল রেকর্ড এর সমদ্ধে সার্চ করে। এন্ড্রয়েড ব্যবহারকারীরা এবার whatsapp কল রেকর্ড করতে পারবেন।

এন্ড্রয়েড ফোনে whatsapp কল রেকর্ড কিভাবে করবেন?

স্টেপ ১. প্রথমে এন্ড্রয়েড স্মার্টফোন থেকে whatsapp কল রেকর্ডার apk ডাউনলোড করে ইন্সটল করুন।

স্টেপ ২. অ্যাপ্লিকেশন ওপেন করুন, তারপর লাল বৃত্তাকার ডটে ক্লিক করুন। এটা আপনার whatsapp কল রেকর্ডিং স্টার্ট করবে।



স্টেপ ৩. স্কয়ার বাটনে ক্লিক করলে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে।

শেষ কথা

বন্ধুরা এই হল এন্ড্রয়েড মোবাইলে whatsapp কল রেকর্ড করার সবথেকে সহজ উপাই। যদি আপনি আপনার বন্ধুর সঙ্গে whatsapp এ কল করেন আর কলটি রেকর্ড করতে চাইলে উপরে দেওয়া পদ্ধতি ব্যবহার করুন।
মিস কল দিয়ে পান ১ জিবি এয়ারটেল ফ্রি 4G ইন্টারনেট ডাটা মে ২০১৬ অফার

মিস কল দিয়ে পান ১ জিবি এয়ারটেল ফ্রি 4G ইন্টারনেট ডাটা মে ২০১৬ অফার

এয়ারটেল এই মে মাসে একটি নতুন অফার লঞ্চ করেছে। যেখানে আপনি ১ জিবি 4G ফ্রি ইন্টারনেট ডাটা পাবেন। এয়ারটেল ফ্রি 4G ইন্টারনেট ডাটার জন্য আপনাকে শুধুমাত্র একটি নাম্বারে মিস কল দিতে হবে। এয়ারটেল এর এই আমাযিং অফার ভারতের সব জাইগাই কাজ করবে। এয়ারটেল ফ্রি 4G ইন্টারনেট ডাটা অফার ওয়েস্ট বেংল, হরিয়ানা, কর্ণাটক, মহারাষ্ট্রতে পরীক্ষা করা হয়েছে। এই অফার সীমিত সময়ের জন্য, এইজন্যই এয়ারটেল ফ্রি 4G ইন্টারনেট এর অফারের সুবিধা অবশ্যই নেবেন।

টিপস নোট:- এই ট্রিক শুধুমাত্র স্মার্টফোন এর 4G আর LTE Mode এনাবেল করে ব্যবহার করুন, নাহলে আপনার মেন ব্যালেন্স থেকে টাকা কাটতে পারে।

মিস কল দিয়ে এয়ারটেল ফ্রি 4G ইন্টারনেট কিভাবে রিচার্জ করবেন

স্টেপ ১. আপনার স্মার্টফোনে এয়ারটেল নাম্বার থেকে 52122 ডায়াল করুন।

স্টেপ ২. আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। ” You got 1 GB 4G data for 90 days”

স্টেপ ৩. এখন এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য *121*2# ডায়াল করুন।

স্টেপ ৪. Vola!!!! আপনি এয়ারটেল ফ্রি 4G ইন্টারনেট ডাটা রিচার্জ করে নিয়েছেন।

কিভাবে জানবেন আপনার স্টেটে এবং সিটিতে এয়ারটেল 4G উপলভ্য আছে না নেই

১. প্রথমে এয়ারটেল 4G ওয়েব সাইটে ভিসিত করুন।

২. এখন নিচের দিকে আপনার এয়ারটেল 4G নাম্বার এন্টার করুন।

৩. Check If 4G Ready তে ক্লিক করুন।

৪. স্ক্রল ডাউন করে আপনার স্টেটে 4G থাকলে অথবা না থাকলে আপনাকে বলে দেবে।

5. 4G available স্টেট এবং সিটি ব্যবহারকারীরা নতুন 4G সিম এর জন্য অনুরোধ করতে পারেন।

শেষ কথা

এয়ারটেলের এই অফার তাড়াতাড়ি ব্যবহার করুন কারন এই অফার সীমিত সময়ের জন্য। এয়ারটেল 4G ইন্টারনেট ডাটার বৈধতা 90 দিন যেখানে আপনি ১ জিবি 4G ফ্রি ইন্টারনেট ডাটা পাবেন। স্মার্টপফোনে 4G এনাবেল করে মিস কল দিন।
My Idea অ্যাপ থেকে ১ টাকা রিচার্জ করে ৫০ টাকা ফ্রি টকটাইম পান

My Idea অ্যাপ থেকে ১ টাকা রিচার্জ করে ৫০ টাকা ফ্রি টকটাইম পান

কয়েক মাস আগে আইডিয়া ১ টাকাই ১ জিবি পর্যন্ত ফ্রি ইন্টারনেট অফার দিয়েছিল। যেই এন্ড্রয়েড ব্যবহারকারীরা আইডিয়া সিম ব্যবহার করে তাদের জন্য আর একটি দারুন অফার নিয়ে এসেছে। যেখানে আপনি শুধুমাত্র ১ টাকা পেমেন্ট করে ৫০ টাকা টকটাইম ফ্রিতে রিচার্জ করতে পারবেন। এই অফারে কোন মিনিমাম লিমিট নাই। যেমন ইন্টারনেট অফারে, মিনিমাম ১০০ এমবি এবং ম্যাক্সিমাম ১ জিবি। কিন্তু এই অফারে আপনি সম্পন্ন ৫০ টাকা ফ্রি টকটাইম পাবেন।



কিভাবে My Idea App থেকে ১ টাকা রিচার্জ করে ৫০ টাকা মেন ব্যালেন্স পাবেন

৫০ টাকা ফ্রি টকটাইম রিচার্জ করার জন্য যা যা প্রয়োজন

১.এন্ড্রয়েড মোবাইল
২. My Idea app
৩. ইন্টারনেট কানেকশন
৪. আইডিয়া পোস্টপেড নাম্বার

My Idea App থেকে ৫০ টাকা টকটাইম ফ্রিতে রিচার্জ করার জন্য স্টেপ বাই স্টেপ প্রোসেস

স্টেপ ১. আপনার এন্ড্রয়েড মোবাইলে My Idea অ্যাপ ডাউনলোড করুন।

স্টেপ ২. অ্যাপকে ইন্সটল করার পর ওপেন করুন। তারপর আপনার আইডিয়া পোস্টপেড নাম্বার থেকে লগিন করুন। লগিন করার জন্য আপনাকে OTP দিয়ে ভেরিফিকেশন করতে হবে।

স্টেপ ৩. এখন বিল পেমেন্ট অপশনে ক্লিক করুন। আর জরুরি ইনফরমেশন ফিলাপ করুন যেমন কত টাকা আপনাকে পে করতে হবে।

স্টেপ ৪. এমাউন্টে ১ টাকা এন্টার করুন। এবং নেট ব্যাংকিং অথবা ডেবিট কার্ড থেকে ১ টাকা পেমেন্ট করুন।

স্টেপ ৫. Congratulations!!!! আপনি ১ টাকার রিচার্জে ৫০ টাকা টকটাইম পেয়েছেন।

শর্তাবলী
♦ এই অফার শুধুমাত্র MyIdea অ্যাপ ব্যবহারকারী দের জন্য।

♦ ১ টাকার রিচার্জে আপনি ৫০ টাকা টকটাইম পাবেন।

♦ ২ ঘন্টার মধ্যে আপনি ক্যাশব্যাক পাবেন।

♦ এই অফার শুধুমাত্র আইডিয়া পোস্টপেড ব্যবহারকারী দের জন্য
এয়ারটেল 2G ডাটা প্যাককে 3G তে কনভার্ট করার ট্রিক (২০১৬)

এয়ারটেল 2G ডাটা প্যাককে 3G তে কনভার্ট করার ট্রিক (২০১৬)

আপনারা জানেন যে এয়ারটেল 3G ডাটা প্যাকের দাম অনেক। আর অনেকে 3G ইন্টারনেট প্যাকের রিচার্জ করতে পারেনা। এইজন্য আজ আমি আপনাদের এই পোস্টে বোলব যে এয়ারটেল 2G ডাটা প্যাকে 3G স্পিডে নেট কিভাবে ব্যবহার করবেন। এই ট্রিক শুধুমাত্র এয়ারটেল ব্যবহারকারী দের জন্য। যদি আপনি এয়ারটেল ব্যবহারকারী হন তাহলে আপনি 2G ডাটা প্যাকে 3G মজা নিতে পারবেন। আপনি যেকোন বড় ফাইলকে 2G ডাটা প্যাকের সাহায্যে অনেক তারাতারি ডাউনলোড করতে পারবেন। আর আপনি আপনার অনেক টাকা বাঁচাতে পারবেন।



এয়ারটেল 2G ডাটা প্যাককে 3G তে কনভার্ট করতে যা যা প্রয়োজন

1-: Airtel 2G/3G সিম কার্ড
2-: ১৯৮ টাকার 2G আনলিমিটেড ডাটা প্যাক।
3-: ২২ টাকার ছোট 3G প্যাক।

2G স্পিডকে 3G স্পিডে কিভাবে কনভার্ট করবেন।

১. প্রথমে রিচার্জ করুন ১৯৮ টাকার আনলিমিটেড 2G প্যাক।

২. এখন অপেক্ষা করুন ১০-১৫ মিনিট।

৩. এখন ২২ টাকার একটা 3G প্যাক অ্যাক্টিভ করুন।

৪. এখন দুই রিচার্জ সফল হবার পর ১২১ এ নিচের মত একটা এসএমএস পাঠান।

ADD (স্পেস) (যেকোন এয়ারটেল নাম্বার)
যেমন:- ADD 1246436757


এসএমএস পাঠানোর পর কিছুক্ষনের মধ্যেই আপনার মোবাইলে কনর্ফাম মেসেজ আসবে।

এখন উপভোগ করুন 2G ডাটা প্যাকে আনলিমিটেড 3G ইন্টারনেট।

বি:দ্র: - আপনার 3G প্লান এর বৈধতা যতদিন ততদিনই আপনি 3G স্পিড পাবেন।

শেষ কথা

2G স্পিডকে 3G স্পিডে কনভার্ট করার ট্রিক আপনার কেমন লাগল। যদি কোন সমস্যা হই তাহলে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন।
এয়ারটেল আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ট্রিক (২০১৬)

এয়ারটেল আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ট্রিক (২০১৬)

আমরা সবাই জানি যে এয়ারটেল ভারতের সবথেকে ভাল নেটওয়ার্ক সার্ভিস। এবং আমার মনে হয় আপনার কাছেও এয়ারটেল এর সিম আছে। তাই এই পোস্টে আজ আমি আপানাদের এই প্রথম কোন সিম সার্ভিস এর বিষয়ে ফ্রি ইন্টারনেট ট্রিক এর আর্টিকেল লেখছি। যেখানে আপনি এয়ারটেল সিম থেকে ফ্রিতে 3G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।



ফ্রি ইন্টারনেট এর জন্য আপনার কাছে যা যা থাকা প্রয়োজন??

Requirement

1-: Airtel 2G/3G সিম কার্ড
2-: APN :- Airtelgprs.com
3-: 0 balence or 0 data MB
4-: Slow DNS VPN অ্যাপ

এয়ারটেল সিম থেকে ফ্রিতে ইন্টারনেট কিভাবে চালাবেন

১. সবচেয়ে প্রথমে গুগল প্লে স্টোর থেকে Slow DNS VPN ডাউনলোড করুন।

২. এখন slow dns অ্যাপ ওপেন করুন।

৩. এখন একটি লিস্টে ফ্রি সার্ভার থাকবে ওখান থেকে যে কোন একটি ফ্রি সার্ভার সিলেক্ট করুন।

৪. এখন DNS Address এ লিখুন 122.160.237.201 অথবা 202.56.230.7 অথবা 59.144.127.117

এখন connect বাটানে ক্লিক করুন কিছুক্ষণ প্রসেস হবে তারপর কানেক্ট হয়ে যাবে এখন আপনি যাখুশি ফ্রিতে ডাউনলোড করতে পারেন, নিচে স্ক্রিনশট দেওয়া আছে স্ক্রিনশট এর সাহায্যে সেটিং করে নিন।



আসা করি এয়ারটেল আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ট্রিক আপনার পছন্দ হবে যদি এই ট্রিকে আপনার কোন হেল্প হয় তাহলে আপনিও আমাদের হেল্প করতে পারেন আমাদের পোস্টকে সোশাল সাইটে সেয়ার করে। ধন্যবাদ
মেমোরি কার্ড ব্যবহার করে এন্ড্রয়েড মোবাইলের Ram কিভাবে বাড়াবেন (সম্পূন্ন গাইড)

মেমোরি কার্ড ব্যবহার করে এন্ড্রয়েড মোবাইলের Ram কিভাবে বাড়াবেন (সম্পূন্ন গাইড)

আজ আমি আপনাদেরকে বোলব যে মেমোরি কার্ড ব্যবহার করে কিভাবে এন্ড্রয়েডে ফোনে এর RAM বাড়াবেন। এখন দুনিয়াই সবথেকে বেশি এন্ড্রয়েড মোবাইল এর ব্যবহার হচ্ছে। আজকাল এন্ড্রয়েড মোবাইলে কম RAM হবার জন্য অনেক প্রবলেম হয়, যেমন হ্যাংগিং প্রবলেম, বেশি সাইজ এর গেম খেলতে না পারা, আরো অনেক কিছু প্রবলেম। যদি আপনি আপনার এন্ড্রয়েড মোবাইল এর আসল মজা নিতে চান তাহলে RAM বাড়িয়ে দেখুন, আপনি সস্তা ফোনেও দামি ফোনের মতন বৈশিষ্ঠ উপভোগ করতে পারবেন। এন্ড্রয়েড মোবাইল সবচেয়ে প্রথমে ২০০৫ স্টার্ট হয়েছিল। আর এখন সবার কাছে এন্ড্রয়েড ফোন আছে। আর সবাই এটার মধ্যে গেম খেলা পছন্দ করে কিন্তু কিছু গেমের সাইজ অনেক বেশি হয় যেমন ASPHALT 8 এর সাইজ ১.৫ জিবি। Asphalt 8 সব মোবাইলে খেলা যাই না কারণ সব এন্ড্রয়েড ফোনের Ram ২ জিবি হয় না।



Roehsoft RAM expander কি

Roehsoft RAM expander একটি এন্ড্রয়েড অ্যাপ যেটার ব্যবহার করে আমরা মেমোরি কার্ড থেকে এন্ড্রয়েড ফোনের Ram বাড়াতে পারবেন। Ram বাড়ানোর জন্য এই অ্যাপ এখনও পর্যন্ত সবথেকে ভাল অ্যাপ্লিকেশান। কিন্তু একটি প্রবলেম আছে এই অ্যাপ্লিকেশান ব্যবহার করার জন্য আপনাকে এটা কিনতে হবে।

এই এপ্লিকেশনের সাহায্যে RAM বাড়াতে যা যা প্রয়োজন তা নিচে দেয়া হলো-

• এন্ড্রয়েড ফোন
• মেমোরি কার্ড (minimum Class 4)
• Memory Info & Swapfile Check

এন্ড্রয়েড মোবাইলের Ram বাড়ানো জন্য সবথেকে ভাল উপায় কি

এন্ড্রয়েড মোবাইলের Ram বাড়ানো জন্য অনেক ট্রিক আছে। কিন্তু সবচেয়ে পপুলার হচ্ছে Reohsoft RAM Expander আর সেকেন্ড হচ্ছে Swapper অ্যাপ। এই দুই উপায় ব্যবহার করার জন্য আপনার ফোন রুট হতে হবে।

ReohSoft RAM expander ব্যবহার করে Ram কিভাবে বাড়াবেন

২. Reohsoft ইন্সটল করুন, এখন রুট পারমিশনে গ্রান্ট (Grant) করুন।

৩. এখন একটি অপশন দেখতে পাবেন SwpFile এর এখন আপনার হিসাব মত সিলেক্ট করুন আপনি ৪ জিবি পর্যন্ত Ram বাড়াতে পারবেন।

৪. SwpFile সিলেক্ট করার পর আপনি সবচেয়ে উপরের দিকে Swap active এর অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

৫. এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি swap ফাইল Sd কার্ডে তৈরি করতে চান নাকি মেমোরি কার্ডে। মনে রাখাবেন যততা swap ফাইল সিলেক্ট করবেন তততা জাইগা swap ফাইল আপনার Sd কার্ড অথবা মেমোরি কার্ড থেকে কেটে নেবে।

৬. এবার আপনাকে swap active অপশনে ক্লিক করতে হবে তারপর swap ফাইল create হতে শুরু হবে।

৭. যখন swap ফাইল create হয়ে যাবে তখন আবার আপনাকে Swap Active এ ক্লিক করতে হবে তারপর যে swap file আপনি create করেছেন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে আর একদিক দিয়ে এখন আপনার ফোনে ভার্চুয়াল Ram এর মতন কাজ করবে। এখন আপনি আরামসে অধিক সাইজ গেমসস খেলতে পারবেন।
Paytm প্রোমো কোড এবং রিচার্জ ক্যাশব্যাক অফার ২০১৬

Paytm প্রোমো কোড এবং রিচার্জ ক্যাশব্যাক অফার ২০১৬

Paytm, ভারতের ই-কমার্স রিচার্জ এবং শপিং ওয়েব সাইট। প্রথমে এটা শুধুমাত্র মোবাইল, ডিটিএইচ রিচার্জ এর জন্য ব্যবহার হত কিন্তু পরে শপিং, বিল পেমেন্ট, বাস টিকিট বুকিং আর ফি জমা করা যাচ্ছে। এখন কিছু দিন আগে paytm তার প্রচারের জন্য প্রোমো কূপোন কোড আর ক্যাশব্যাক অফার এর বৈশিষ্ট অ্যাড করেছে। এতে নতুন কাস্টমারের পপুলেশন বারবে। peytm থেকে সকল সার্কেল এর মোবাইল রিচার্জ, ডিটিএইচ বিল পেমেন্ট, ইলেক্ট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন।



আজকের Paytm কুপোন কোড এর লিস্ট দেখুন

◘ ১০০ টাকার রিচার্জে ৫০ টাকা ক্যাশব্যাক (নতুন ব্যবহারকারী দের জন্য) -

NEW50




◘ ৫০ টাকা বা তার বেশি রিচার্জে ৫ টাকা ক্যাশব্যাক -

RC35



◘ ১০০ টাকা অথবা তার বেশি রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক (5 টাইমস বৈধ) - RECH100

◘ রিচার্জ আর বিল পেমেন্টে ১০% ক্যাশব্যাক পান (সর্বোচ্চ ক্যাশব্যাক ১০০ টাকা) - PAYTMKARO

◘ মেট্রো কার্ড রিচার্জে ৪০ টাকা ক্যাশব্যাক - DMETRO

◘ মেট্রো রিচার্জে ১০% ক্যাশব্যাক - METRO100

◘ ২০ টাকা বা তার বেশি রিচার্জে ১০% ক্যাশব্যাক - GRAB4

◘ রিলায়েন্স বিল পেমেন্টে ১০% ক্যাশব্যাক - PAYTMRCOM